Corona Vaccine: করোনা রোগী ভ্যাকসিন নিলে কী হবে? করোনা নিয়ে সব প্রশ্নের উত্তর দিচ্ছেন চিকিৎসক

Last Updated:

ICMR-এর প্রাক্তন ইনচার্জ, ভ্যাকসিনের অপব্যবহার, AstraZeneca এবং বিরল রক্ত ​​জমাট বাঁধার মধ্যে সম্পর্ক, বাচ্চাদের উপরে কোভিড ১৯-এর নতুন স্ট্রেন

#মুম্বই:  করোনা মহামারী বিদায় নিতে নিতেও ফের নতুন ভাবে ফিরেছে । ফলে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ নিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। আর আতঙ্ক থেকেই অনেক ভুল তথ্যও ছড়িয়েছে ভাইরাস এবং এর ভ্যাকসিন নিয়ে। আর পাঠকদের অতিমারী এবং ভ্যাকসিন সম্পর্কিত সমস্ত প্রশ্নের সমাধান করতেই ড. রমন গঙ্গাখেড়কর (Dr Raman Gangakhedkar), যিনি ICMR-এর প্রাক্তন ইনচার্জ, ভ্যাকসিনের অপব্যবহার, AstraZeneca এবং বিরল রক্ত ​​জমাট বাঁধার মধ্যে সম্পর্ক, বাচ্চাদের উপরে কোভিড ১৯-এর নতুন স্ট্রেনের প্রভাব নিয়ে সমস্ত রকম প্রশ্নের উত্তর দিয়েছেন।
১. যদি কোন কোভিড-পজিটিভ ব্যক্তি ভ্যাকসিন গ্রহণ করে তবে কী হবে?
যদি কেউ কোভিডে আক্রান্ত হন তবে তাঁর শরীরে এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়। এই ক্ষেত্রে, আপনি যখন ভ্যাকসিন গ্রহণ করেন, তখন এটি প্রতিরোধের প্রতিক্রিয়াটিতে কার্যকর হবে না।
২. নতুন কোভিড ১৯ বাচ্চাদের উপরে আরও বিরূপ প্রভাব ফেলছে কি?
বাচ্চারা সাধারণত আশেপাশের প্রাপ্তবয়স্কদের কাছ থেকে বা স্কুল থেকে সংক্রমিত হয়। গত বছর স্কুলগুলি বন্ধ থাকায় বেশিরভাগ বাচ্চাই বাড়িতে থাকার ফলে সংক্রমিত হয়নি। কিন্তু এখন স্কুলগুলি আবার খুলতে শুরু করায় বাচ্চারাও আক্রান্ত হচ্ছে। তবে শিশুদের উপরে এই রোগের প্রভাব কম হয়।
advertisement
advertisement
৩. ভ্যাকসিন এর প্রথম ডোজ নেওয়ার পর বেশি পার্শ্বপ্রতিক্রিয়া হয় না কি দ্বিতীয় ডোজের পরে বেশি হয়?
প্রথম ডোজ এর তুলনায় ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পর বেশি পার্শ্বপ্রতিক্রিয়া হয়। যদিও তা সাময়িক।
৪. CO-WIN পোর্টালে নাম নিবন্ধিত করার পরেও কেউ যদি তাঁর প্রথম বা দ্বিতীয় ভ্যাকসিন দেওয়ার তারিখ ভুলে যান সেক্ষেত্রে কি হবে?
কেউ যদি প্রথম ডোজটি মিস করেন সেক্ষেত্রে আবার নাম নিবন্ধন করার ব্যবস্থা রয়েছে। আর কেউ যদি দ্বিতীয় ডোজটি মিস করেন তবে এক্ষেত্রেও পুনরায় করার ব্যবস্থা রয়েছে।
advertisement
৫. দেখা যাচ্ছে যাঁরা বয়সের ভিত্তিতে ভ্যাকসিন পাচ্ছেন না, সে সব ব্যক্তিও ভ্যাকসিন নেওয়ার চেষ্টা করছেন। সমস্যা সমাধানের জন্য সরকার কী করছে?
সম্প্রতি দিল্লির দু'টি ইনস্টিটিউটে ৪৫ বছরের কমবয়সী ব্যক্তিদেরও স্বাস্থ্যকর্মী হিসাবে দেখিয়ে কোভিড -১৯ ভ্যাকসিন দিচ্ছে বলে দেখা গিয়েছে। এর ফলে ভ্যাকসিনের অপব্যবহার বন্ধ করতে সরকার CO-WIN পোর্টালের মাধ্যমে স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্টলাইন কর্মীদের নাম নিবন্ধন বন্ধ করে দিয়েছে আপাতত। এর পরিবর্তে এখন তাঁরা কোনও সরকারি অনুমোদিত স্থানে গিয়ে নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন। এছাড়াও সেখানে তাঁদের স্বাস্থ্যকর্মী বা প্রথম সারির কর্মী প্রমাণ করতে উপযুক্ত তথ্য দেখাতে হবে।
advertisement
৬. AstraZeneca ভ্যাকসিন এবং রক্ত ​​জমাট বাঁধার সম্পর্ক নিয়ে এখনও অনুসন্ধান করা হচ্ছে। কিন্তু এমন কি কোনও উপায় বা লক্ষণ রয়েছে যার মাধ্যমে বোঝা যাবে যে রোগীদের শিরা, ফুসফুস, হার্ট বা মস্তিস্কে রক্ত ​​জমাট বাঁধতে পারে?
প্রথমত, AstraZeneca ভ্যাকসিন ফুসফুস বা হার্টকে একেবারেই প্রভাবিত করে না। এটি কেবলমাত্র সেরিব্রাল থ্রম্বোসিসের ক্ষেত্রে সামান্য প্রভাব ফেলে। এক্ষেত্রে, প্রথম ডোজ নেওয়ার পরে সাধারণত মাথাব্যথা শুরু হয়। তবে, ভারতে খুব সামান্যই এই রকম কেস দেখা গিয়েছে।
advertisement
৭. যে রোগীর আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ, তাঁদের ফুসফুসও কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত হচ্ছে। তবে কি আরটি-পিসিআর নতুন স্ট্রেনের করোনায় উপযুক্ত নয়?
যদি ভাইরাসটির অনেকগুলি পরিব্যক্তি থাকে তবে এমনটা হয় যে আরটি-পিসিআর রিপোর্ট নেগেটিভ আসা সত্ত্বেও কেউ করোনা আক্রান্ত হন। তবে এখনও পর্যন্ত আরটি-পিসিআর একটি নির্ভরযোগ্য পদ্ধতি হিসাবেই উল্লেখযোগ্য রয়েছে।
৮. যখন ভাইরাসটি এত সংক্রমণাত্মক, তখন কী ভাবে এর হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখা যাবে?
করোনাভাইরাস থেকে নিজেকে সুরক্ষা করার একমাত্র উপায় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা। যদি কেউ করোনা আক্রান্ত হন, তবে তাঁকে সঠিকভাবে একটি মাস্ক অবশ্যই পরতে হবে, এর ফলে অন্যদের সংক্রমণের আশঙ্কা কমে যায়। এছাড়াও ভিড় এড়িয়ে চলা উচিত। শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে এবং পাশাপাশি ভ্যাকসিন নেওয়াটাও জরুরি।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Corona Vaccine: করোনা রোগী ভ্যাকসিন নিলে কী হবে? করোনা নিয়ে সব প্রশ্নের উত্তর দিচ্ছেন চিকিৎসক
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement