Success Story: আইআইটি, আইআইএম, ইউপিএসসি-তে পর পর ব্যর্থ! চা বিক্রি করে কয়েকশো কোটির ব্যবসা-সাম্রাজ্য এই তরুণের
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Success Story: শুধুমাত্র চা বিক্রি করে কয়েক কোটি টাকার ব্যবসা-সাম্রাজ্য গড়ে তুলেছেন
ইনদওর : আইআইটি, আইআইএম উত্তীর্ণ বা ইউপিএসসি পরীক্ষায় সফল হয়ে প্রশাসক-জীবনে সফল হওয়ার মূলমন্ত্র এইটুকুই৷ এরকম ধারণা পোষণ করেন অধিকাংশ মানুষ৷ অচলায়তন সেই ধারণা চূর্ণ করলেন অনুভব দুবে৷ এই তরুণ শুধুমাত্র চা বিক্রি করে কয়েক কোটি টাকার ব্যবসা-সাম্রাজ্য গড়ে তুলেছেন৷
অনুভব ‘চায় সুত্তা বার’-এর কর্ণধার৷ তাঁর যাত্রাপথ তরুণ প্রজন্মের কাছে নিষ্ঠা, একাগ্রতা ও অনুপ্রেরণার উৎস৷ আইআইটি, আইআইএম এবং ইউপিএসসি-এই তিন ক্ষেত্রেই ব্যর্থ হন তিনি৷ তাতেও ভেঙে পড়েননি তিনি৷ আনন্দ নায়েকের সঙ্গে শুরু করেন ‘চায় সুত্তা বার’৷ দেশের কেতাদুরস্ত ক্যাফে চেইনের মধ্যে অন্যতম এই ক্যাফে৷ তাঁদের ব্যবসার টার্ন ওভার পেরিয়ে গিয়েছে ১৫০ কোটি টাকা৷ অনুভব দেখিয়ে দিয়েছেন ইচ্ছে থাকলে প্যাশনকেও পেশা করে নেওয়া যায়৷
advertisement

advertisement
আদতে মধ্যপ্রদেশের রেওয়ার ছেলে অনুভবের জন্ম ১৯৯৬ সালে৷ ব্যবসায়ী বাড়ির ছেলে হলেও প্রথমে চেয়েছিলেন চাকরি করতে৷ কিন্তু পরে অনুভব করেন চাকরিজীবন তাঁর জন্য নয়৷ মাত্র ৩ লক্ষ টাকা মূলধন করে ২০১৬ সালে বি কম স্নাতক আনন্দ নায়কের সঙ্গে শুরু করেন ‘চায় সুত্তা’৷ ইনদওরে গার্লস হস্টেলের সামনে প্রথম আউটলেট শুরু করেন৷
advertisement
নামের মধ্যে ‘বার’ থাকলেও সেখানে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ৷ ভারতীয় সংস্কৃতিকে এই সংস্থা পেশ করে আধুনিকতার মোড়কে৷ ২০ রকমের চা তৈরি করা এই সংস্থার বিশেষত্ব ‘কুলহর চা’ বা পোড়া ভাঁড়ে চায়ের স্বাদ৷ তাঁদের ব্র্যান্ড এবং চায়ের স্বাদ মন জয় করে তরুণ প্রজন্মের৷ দ্রুত ছড়িয়ে পড়ে ব্র্যান্ড৷ বর্তমানে ভারত ও ভারতের বাইরে প্রায় ২০০ শহরে রয়েছে ‘চায় সু্ত্তা’৷ তাঁদের সংস্থায় মাটির ভাঁড় যোগান দিয়ে অন্ন সংস্থান হয় ২৫০ টি কুমোর পরিবারের৷ স্বপ্ন ও গুণমানের সঙ্গে আপস না করে এভাবেই এগিয়ে যেতে চান অনুভব দুবে৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 21, 2023 1:43 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Success Story: আইআইটি, আইআইএম, ইউপিএসসি-তে পর পর ব্যর্থ! চা বিক্রি করে কয়েকশো কোটির ব্যবসা-সাম্রাজ্য এই তরুণের