Success Story: আইআইটি, আইআইএম, ইউপিএসসি-তে পর পর ব্যর্থ! চা বিক্রি করে কয়েকশো কোটির ব্যবসা-সাম্রাজ্য এই তরুণের

Last Updated:

Success Story: শুধুমাত্র চা বিক্রি করে কয়েক কোটি টাকার ব্যবসা-সাম্রাজ্য গড়ে তুলেছেন

অনুভব দেখিয়ে দিয়েছেন ইচ্ছে থাকলে প্যাশনকেও পেশা করে নেওয়া যায়
অনুভব দেখিয়ে দিয়েছেন ইচ্ছে থাকলে প্যাশনকেও পেশা করে নেওয়া যায়
ইনদওর : আইআইটি, আইআইএম উত্তীর্ণ বা ইউপিএসসি পরীক্ষায় সফল হয়ে প্রশাসক-জীবনে সফল হওয়ার মূলমন্ত্র এইটুকুই৷ এরকম ধারণা পোষণ করেন অধিকাংশ মানুষ৷ অচলায়তন সেই ধারণা চূর্ণ করলেন অনুভব দুবে৷ এই তরুণ শুধুমাত্র চা বিক্রি করে কয়েক কোটি টাকার ব্যবসা-সাম্রাজ্য গড়ে তুলেছেন৷
অনুভব ‘চায় সুত্তা বার’-এর কর্ণধার৷ তাঁর যাত্রাপথ তরুণ প্রজন্মের কাছে নিষ্ঠা, একাগ্রতা ও অনুপ্রেরণার উৎস৷ আইআইটি, আইআইএম এবং ইউপিএসসি-এই তিন ক্ষেত্রেই ব্যর্থ হন তিনি৷ তাতেও ভেঙে পড়েননি তিনি৷ আনন্দ নায়েকের সঙ্গে শুরু করেন ‘চায় সুত্তা বার’৷ দেশের কেতাদুরস্ত ক্যাফে চেইনের মধ্যে অন্যতম এই ক্যাফে৷ তাঁদের ব্যবসার টার্ন ওভার পেরিয়ে গিয়েছে ১৫০ কোটি টাকা৷ অনুভব দেখিয়ে দিয়েছেন ইচ্ছে থাকলে প্যাশনকেও পেশা করে নেওয়া যায়৷
advertisement
advertisement
আদতে মধ্যপ্রদেশের রেওয়ার ছেলে অনুভবের জন্ম ১৯৯৬ সালে৷ ব্যবসায়ী বাড়ির ছেলে হলেও প্রথমে চেয়েছিলেন চাকরি করতে৷ কিন্তু পরে অনুভব করেন চাকরিজীবন তাঁর জন্য নয়৷ মাত্র ৩ লক্ষ টাকা মূলধন করে ২০১৬ সালে বি কম স্নাতক আনন্দ নায়কের সঙ্গে শুরু করেন ‘চায় সুত্তা’৷ ইনদওরে গার্লস হস্টেলের সামনে প্রথম আউটলেট শুরু করেন৷
advertisement
নামের মধ্যে ‘বার’ থাকলেও সেখানে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ৷ ভারতীয় সংস্কৃতিকে এই সংস্থা পেশ করে আধুনিকতার মোড়কে৷ ২০ রকমের চা তৈরি করা এই সংস্থার বিশেষত্ব ‘কুলহর চা’ বা পোড়া ভাঁড়ে চায়ের স্বাদ৷ তাঁদের ব্র্যান্ড এবং চায়ের স্বাদ মন জয় করে তরুণ প্রজন্মের৷ দ্রুত ছড়িয়ে পড়ে ব্র্যান্ড৷ বর্তমানে ভারত ও ভারতের বাইরে প্রায় ২০০ শহরে রয়েছে ‘চায় সু্ত্তা’৷ তাঁদের সংস্থায় মাটির ভাঁড় যোগান দিয়ে অন্ন সংস্থান হয় ২৫০ টি কুমোর পরিবারের৷ স্বপ্ন ও গুণমানের সঙ্গে আপস না করে এভাবেই এগিয়ে যেতে চান অনুভব দুবে৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Success Story: আইআইটি, আইআইএম, ইউপিএসসি-তে পর পর ব্যর্থ! চা বিক্রি করে কয়েকশো কোটির ব্যবসা-সাম্রাজ্য এই তরুণের
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement