১৮ কোটি টাকার হাতঘড়ি! কত বৈশিষ্ট্য রয়েছে যা শুনলে ঘুরবে মাথা, দেখে নিন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এই ঘড়ির নাম “The Grandmaster Chime’’ - দ্য গ্র্যান্ডমাস্টার চাইম ৷ এই ঘড়ি তৈরি করেছে Patek Philippe - পাটেক ফিলিপ৷
কলকাতা: হাতঘড়ি বলুন রিস্টওয়াচ আমার -আপনার সকলেরই আছে৷ আর অনেকেরই শখ রয়েছে এই রিস্টওয়াচ বদলে বদলে পরার৷ যে যাঁর মতো তাঁর সামর্থ্য অনুযায়ি ব্র্যান্ডের ঘড়ি পরে থাকেন৷ সকলেরই ধারণা আছে তাঁরা তাঁদের কয়েক হাজার টাকার আর তারকারা কয়েক লক্ষ টাকার ঘড়ি কিনে থাকেন৷ কোটি টাকারও ঘড়ি হতে পারে এমনটাও ধারণা আছে৷ তবে একটা হাতঘড়িটা ১৮ কোটি টাকার ঘড়ি৷
একটি ইনস্টাগ্রাম পেজ রয়েছে যার নাম theindianhorology এই ১৮ কোটি টাকার হাতঘড়ি৷ এই ঘড়ির নাম “The Grandmaster Chime’’ - দ্য গ্র্যান্ডমাস্টার চাইম ৷ এই ঘড়ি তৈরি করেছে Patek Philippe - পাটেক ফিলিপ৷

advertisement
advertisement
এই ঘড়িটির মধ্যে ২০টি বিশেষ জিনিস থাকছে ৷ থাকছে রিভার্সিবল কেস এবং দুটো স্বাধীন ডায়াল ৷ থাকছে আরও ৬টি বিশেষ জিনিসও ৷ গোটা বিষয়টা ১০০,০০০ ঘণ্টা পর্যন্ত স্থায়ী ৷
advertisement
এই ইনস্টাগ্রাম প্রোফাইলে আরও বলা হয়েছে এই এত জটিল ধরণের ঘড়িটির বডি হোয়াইট গোল্ড ভার্সনে৷ এটার রয়েছে ব্যাক ব্লু অপালাইন ডায়াল৷ হ্যান্ড-গিলোচড হবনেইল প্যাটার্ন দিয়ে সজ্জিত রিভার্সেবল কেসটি এর পেটেন্ট রিভার্সিং মেকানিজমের জন্য উল্লেখযোগ্য। এর ২০ জটিল বিষয়ের মধ্যে একটি পাঁচটি চাইমিং মোড৷
যার মধ্যে দুটি হল পেটেন্ট ওয়ার্ল্ড ফার্স্টস: একটি অ্যাকোস্টিক অ্যালার্ম যা পূর্বনির্ধারিত সময়কে মনে করিয়ে দেয়৷ অন্য অ্যালার্মটি একটি তারিখের রিপিটে প্রয়োজনীয় তারিখের জন্য শব্দ উৎপাদন করে৷ ম্যানুয়ালি যান্ত্রিক এই পরিষেবা অপারেট করা হয়৷
advertisement
সম্প্রতি আকাশ আম্বানি এনএমএসিসি-র উদ্বোধন অনুষ্ঠানে এই ঘড়িটিই পরেছিলেন৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 12, 2023 6:36 PM IST