১৮ কোটি টাকার হাতঘড়ি! কত বৈশিষ্ট্য রয়েছে যা শুনলে ঘুরবে মাথা, দেখে নিন

Last Updated:

এই ঘড়ির নাম “The Grandmaster Chime’’ - দ্য গ্র্যান্ডমাস্টার চাইম ৷ এই ঘড়ি তৈরি করেছে Patek Philippe - পাটেক ফিলিপ৷

একটা হাতঘড়িটা ১৮ কোটি টাকার ঘড়ি- Photo- Collected
একটা হাতঘড়িটা ১৮ কোটি টাকার ঘড়ি- Photo- Collected
কলকাতা: হাতঘড়ি বলুন রিস্টওয়াচ  আমার -আপনার সকলেরই আছে৷ আর অনেকেরই শখ রয়েছে এই রিস্টওয়াচ বদলে বদলে পরার৷ যে যাঁর মতো তাঁর সামর্থ্য অনুযায়ি ব্র্যান্ডের ঘড়ি পরে থাকেন৷ সকলেরই ধারণা আছে তাঁরা তাঁদের কয়েক হাজার টাকার আর তারকারা কয়েক লক্ষ টাকার ঘড়ি কিনে থাকেন৷ কোটি টাকারও ঘড়ি হতে পারে এমনটাও ধারণা আছে৷ তবে একটা হাতঘড়িটা ১৮ কোটি টাকার ঘড়ি৷
একটি ইনস্টাগ্রাম পেজ রয়েছে যার নাম theindianhorology এই ১৮ কোটি টাকার হাতঘড়ি৷  এই ঘড়ির নাম “The Grandmaster Chime’’ - দ্য গ্র্যান্ডমাস্টার চাইম ৷ এই ঘড়ি তৈরি করেছে Patek Philippe - পাটেক ফিলিপ৷
একটা হাতঘড়িটা ১৮ কোটি টাকার ঘড়ি- Photo- Collected একটা হাতঘড়িটা ১৮ কোটি টাকার ঘড়ি- Photo- Collected
advertisement
advertisement
এই ঘড়িটির মধ্যে ২০টি বিশেষ জিনিস থাকছে ৷ থাকছে রিভার্সিবল কেস এবং দুটো স্বাধীন ডায়াল ৷ থাকছে আরও ৬টি বিশেষ জিনিসও ৷ গোটা বিষয়টা ১০০,০০০ ঘণ্টা পর্যন্ত স্থায়ী ৷
advertisement
আরও দেখুন-
এই ইনস্টাগ্রাম প্রোফাইলে আরও বলা হয়েছে এই এত জটিল ধরণের ঘড়িটির বডি হোয়াইট গোল্ড ভার্সনে৷  এটার রয়েছে ব্যাক ব্লু অপালাইন ডায়াল৷ হ্যান্ড-গিলোচড হবনেইল প্যাটার্ন দিয়ে সজ্জিত রিভার্সেবল কেসটি এর পেটেন্ট রিভার্সিং মেকানিজমের জন্য উল্লেখযোগ্য। এর ২০ জটিল বিষয়ের মধ্যে একটি পাঁচটি চাইমিং মোড৷
যার মধ্যে দুটি হল পেটেন্ট ওয়ার্ল্ড ফার্স্টস: একটি অ্যাকোস্টিক অ্যালার্ম যা পূর্বনির্ধারিত সময়কে মনে করিয়ে দেয়৷  অন্য অ্যালার্মটি একটি তারিখের রিপিটে প্রয়োজনীয় তারিখের জন্য শব্দ উৎপাদন করে৷ ম্যানুয়ালি যান্ত্রিক এই পরিষেবা অপারেট করা হয়৷
advertisement
সম্প্রতি আকাশ আম্বানি এনএমএসিসি-র উদ্বোধন অনুষ্ঠানে এই ঘড়িটিই পরেছিলেন৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
১৮ কোটি টাকার হাতঘড়ি! কত বৈশিষ্ট্য রয়েছে যা শুনলে ঘুরবে মাথা, দেখে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement