corona virus btn
corona virus btn
Loading

সুপারহিট বিজয়া দশমী, বৃদ্ধার দুরন্ত নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল

সুপারহিট বিজয়া দশমী, বৃদ্ধার দুরন্ত নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল

অত্যন্ত সুন্দর ও মিষ্টি নাচের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে

  • Share this:

এইবারের মত শেষ হয়েছে দুর্গাপুজো ৷ আনন্দে হরষে ভরেছে জীবন ৷ বছরের এই দিনের জন্য সবাই দীর্ঘ অপেক্ষায় থাকেন ৷ জীবনের নানান সমস্যা সমাধান, হাসিকান্না এই সমস্ত কিছুকেই সম্বল করে এগিয়ে চলে জীবন ৷ রাশি, রাশি অভিমান, ইগোর চাপে যেন সমস্ত কিছু হারিয়ে যায় ৷

তবুও সবার সমবেত স্বরে একটাই প্রার্থনা বা আকূতি ৷ পৃথিবীর যত দুঃখ কষ্ট রয়েছে তবে এই চারটিদিন কোনও খারাপ কিছুই জীবনকে স্পর্শ না করতে পারে ৷ মনকে ভারাক্রান্ত করতে না পারে ৷ পুজো পুজো আসবে বা পুজো আসছে এই শব্দই বেশ ভাল ৷ তবে পুজো এলেই চলে যায় ৷ ষষ্ঠী থেকে দশমী এই কটি দিন কীভাবে চলে যায় তা ভাবাই যায়না ৷

অবশেষে দশমীতে মায়ের বিদায়ের পালা মন খারাপ হয়ে যায় ৷ মায়ের বিদায়পালায় মাকে ঘিরে এক মায়ের তুমুল নাচে উত্তপ্ত সোশ্যাল মিডিয়া ৷ এক বয়স্কার নাচে রীতিমত সাড়া ফেলেছে ৷ ভিডিও ভাইরাল হয়েছে মুহূর্তেই ৷

First published: October 10, 2019, 3:11 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर