Alternatives of Sugar: চিনির মতো মিষ্টি, কিন্তু স্বাস্থ্যকর! শরীরের খেয়াল রাখতে ডায়েটে রাখুন চিনির এই চার বিকল্প
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Sweet treat: ডায়েটে চিনি রাখা অনেকেরই না-পসন্দ। অনেকের জীবনে চিনির প্রবেশ নিষিদ্ধ হয়েছে সুগার বা ক্যালোরি নিয়ন্ত্রণের জন্য অনেকে আবার চিনি থেকে দূরে থাকেন মেদ থেকে বাঁচতে, শরীরের তন্বী ভাব বজায় রাখতে।
ডায়েটে চিনি রাখা অনেকেরই না-পসন্দ। অনেকের জীবনে চিনির প্রবেশ নিষিদ্ধ হয়েছে সুগার বা ক্যালোরি নিয়ন্ত্রণের জন্য অনেকে আবার চিনি থেকে দূরে থাকেন মেদ থেকে বাঁচতে, শরীরের তন্বী ভাব বজায় রাখতে। তাই অনেকের চা বা কফি থেকেই বাদ পড়েছে মিষ্টি, অনেকে মনে না নিলেও মেনে নিয়েছেন সুগার ফ্রিকে। কিন্তু মিষ্টিও পাবেন আবার শরীরের জন্য উপকারী এমন অনেক জিনিষই আছে।
মধু: চিনির বদলে অন্যতম ভাল অপশন মধু। প্রাকৃতিক এই সুইটনার যেমন সুস্বাদু, তেমনই উপকারী। বলা যেতে পারে, চিনির বিকল্প হিসাবে সবচেয়ে স্বাস্থ্যকর ন্যাচারাল সুইটনার মধু। মধুর মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট সর্দি-কাশি থেকে দূরে রাখে। প্রতি ১০০ গ্রাম মধুতে ক্যালোরির পরিমাণ ৩০৪।
advertisement
advertisement
কোকোনাট সুগার: নারকোল থেকে বানানো চিনি সাধারণ চিনির থেকে অনেকটাই স্বাস্থ্যকর বলে খাবারে ব্যবহার করতে পারেন। এতে ক্যালোরির পরিমাণও বেশ কম বলে খাবার কোকোনাট সুগারের চাহিদা বাড়ছে।
মেপল সিরাপ: প্রতি ১০০ গ্রাম মেপল সিরাপে ক্যালোরির পরিমাণ ২৬০। ক্যালোরির পরিমাণ অনেক কম বলে অনেক নামী রেস্তরাঁয় এর ব্যবহার করা হয়। ম্যাপল গাছ থেকে তৈরি এই সিরাপ খাবারকে মিষ্টি যেমন করে, তেমনই এটি শরীরের ক্ষতি করে না।
advertisement
অ্যাপল সস: চিনির বিকল্প হিসাবে অন্যতম ভাল অপশন এই অ্যাপল সস। আপেল থেকে তৈরি এই সসটিতে প্রতি ১০০ গ্রামে ক্যালোরির পরিমাণ মাত্র ৬৮। অ্যাপল সস শুধু সুস্বাদুই নয়, স্বাস্থ্যকরও। তাই খাবারে মিষ্টি স্বাদের জন্য ভাল বিকল্প।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
May 07, 2024 8:12 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Alternatives of Sugar: চিনির মতো মিষ্টি, কিন্তু স্বাস্থ্যকর! শরীরের খেয়াল রাখতে ডায়েটে রাখুন চিনির এই চার বিকল্প