Agricultural Tips: বোতলেই বাজিমাত! ভয়ে আসছে না পাখি থেকে পোকামাকড়, বিনা কীটনাশকে তরতরিয়ে বাড়ছে ফসল
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Agricultural Tips: দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় সবজি ও ফলবাগানে এই পদ্ধতি ব্যবহার করে পাখি ও পোকামাকড়ের আক্রমণ কমানো গিয়েছে। ফলে কৃষকদের কীটনাশকের খরচ কমেছে।
নবাব মল্লিক, দক্ষিণ ২৪ পরগনা: বোতলেই বাজিমাত! বোতলের ভয়ে বাগানের ধারে আসছে না পাখি থেকে পোকামাকড় কেউই। বিনা কীটনাশকেই বাঁচছে ফসল,ফলে কৃষকদের মুখে ফুটছে হাসি।দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় সবজি ও ফলবাগানে এই পদ্ধতি ব্যবহার করে পাখি ও পোকামাকড়ের আক্রমণ কমানো গিয়েছে। ফলে কৃষকদের কীটনাশকের খরচ কমেছে।
এই পদ্ধতিতে কাচের বোতলকে ঘণ্টার মতো ব্যবহার করা হচ্ছে। বোতলের গায়ে দড়ি দিয়ে ঢিল বাঁধা হচ্ছে। বাতাসে সেই বোতল নড়লেই শব্দ হচ্ছে। যার ভয়ে পাখি থেকে পোকামাকড় আসছে না। এ নিয়ে সাদ্দাম মোল্লা নামের এক কৃষক জানিয়েছেন, এই পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠেছে এলাকায়। এখন অনেকেই নিজেদের বাগানে এই পদ্ধতি ব্যবহার করছেন। এতে উপকার হচ্ছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চাষবাসের ভিডিও দেখে এই পদ্ধতি শিখেছেন তাঁরা। এই পদ্ধতিতে খরচ একেবারেই নেই। তবে লাভ হচ্ছে অনেকটাই।
advertisement
আরও পড়ুন : পরপুরুষ বা পরস্ত্রীতে মন নেই! পরকীয়া থেকে দূরে! প্রেম বা বিয়ের জন্য সেরা অপশন এই ৬ রাশি
এই পদ্ধতির সাফল্যের পর এখন অনেকেই নিজেদের বাগানে এই বোতল ঝুলিয়ে রাখছেন। আর তাতেই খুব সহজে পোকামাকড় থেকে পাখি তাড়ানো যাচ্ছে। কমেছে কীটনাশকের খরচ। পোকামাকড় না আসায় ফল থেকে সবজির ভাল ফলন হচ্ছে। আর যা নিয়ে খুশি সকলেই।
advertisement
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 05, 2024 5:32 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Agricultural Tips: বোতলেই বাজিমাত! ভয়ে আসছে না পাখি থেকে পোকামাকড়, বিনা কীটনাশকে তরতরিয়ে বাড়ছে ফসল