কালো ছাপা শাড়িতে ছাদে জনপ্রিয় হিন্দি গানে দুরন্ত নাচ যুবতীর, কেঁপেছে সোশ্যাল মিডিয়া

Last Updated:

যুবতীর নাচে ফেসবুকে তোলপাড় হয়েছে

ফের ফেসবুকে ঝড় তুললেন এক যুবতী ৷ এর আগে তিনিই দুর্দান্ত ভিডিওতে গোটা সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে ছিলেন ৷ পিকনিকে গিয়ে বন্ধুদের সঙ্গে তাঁর তুমুল নাচ সবারই নজরে এসেছে ৷ এইবাক ফের ধামাকা এই যুবতীর অন্য এক ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে ছাদের উপরে শাড়ি পরে গোবিন্দ-সুস্মিতা সেন-রম্ভার অভিনীত একটি গানে ৷ ছাদের উপরে দুরন্ত নাচ নেচেছেন ৷ সেই ভিডিও ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ ২০০১ সালে ছবিটি মুক্তি পেয়েছিল, ছবির নাম কিঁউ কী ম্যায় ঝুট নেহি বোলতা ৷
উদিত নারায়ণ, পূর্ণিমা, সাধনা সরগমের সুরে গানটি ব্যাপক আলোড়ন ফেলে দিয়েছিল ৷ এই ছবিতে সুর দিয়েছেন দেব কোহলি ৷ ছবিটি বেশ মজার হাস্য কৌতুকে পরিপূর্ণ ৷ ছবিটিতে এমন কিছু সত্যি কথা যা সবার সামনে বলা যায়না বলা যায় ৷ বেশ মজার ছবি প্রতিটি পরতে পরতে রয়েছে আনন্দ ৷ এই গানের উপরে শ্যুট করা ভিডিও ৷ এই গানের সঙ্গে দুরন্ত নাচ নেচে ভাইরাল হয়েছেন যুবতী ৷
advertisement
advertisement
তিনি ফেসবুকে বেশ সক্রিয় মাঝে মধ্যে ভিডিও শ্যুট করে সোশ্যাল মিডিয়ার শিরোনামে আসেন তিনি ৷ একনজরে দেখে নিন সেই ভিডিও ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কালো ছাপা শাড়িতে ছাদে জনপ্রিয় হিন্দি গানে দুরন্ত নাচ যুবতীর, কেঁপেছে সোশ্যাল মিডিয়া
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement