Ranu Mondal: রাণু মণ্ডলের কণ্ঠে "টুম্পা সোনা" গান ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়, দুর্বার গতিতে ভাইরাল ভিডিও

Ranu Mondal: রাণু মণ্ডলের কণ্ঠে "টুম্পা সোনা" গান ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়, দুর্বার গতিতে ভাইরাল ভিডিও

রাণু মণ্ডল ৷ ফাইল ছবি ৷

রাণাঘাট রেল স্টেশন থেকেই নতুন প্রতিভার খবর পেয়েছিল দেশ, এবার "টুম্পা সোনা, দুটো হাম্পি দেনা" গানটি গেয়ে ফের ভাইরাল ফেসবুকে

 • Share this:

  ফের সোশ্যাল মিডিয়া কাঁপালেন রাণাঘাটের রাণু মণ্ডল ৷ লতা মঙ্গেশকরের "এক প্যায়ার কা নাগমা মৌজ কী কাহানি হ্যায়, জিন্দেগি অউর কুছ ভী নেই তেরি মেরি কাহানি হ্যায় ৷" এই গানটি রাণাঘাট স্টেশনে গেয়ে সবার নজরে এসেছেছিলেন ফল সরূপ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল হয়েছিলেন রাণু মণ্ডল ৷ এরপরে বলিউডের জনপ্রিয় নায়ক ও সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়া রাণুর কণ্ঠ শুনে অভিভূত হয়েছিলেন, রাণু মণ্ডলকে দিয়েই তেরি মেরি, তেরি মেরি গানটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে, ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল গানটি ৷

  তারপর থেকেই বদলেছে রাণু মণ্ডলের পরিচিত বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেছেন ৷ সোশ্যাল মিডিয়ায় যখনই রাণু মণ্ডলের কোনও ভিডিও আপলোড করা হয়েছে সেই ভিডিও কাঁপিয়েছে মুহূর্তেই ভাইরাল হয়েছে ৷ আস্তে আস্তে জনগণের মধ্যে রাণু মণ্ডলের গ্রহণযোগ্যতা বেড়েছে ৷ সেই রাণু মণ্ডলকেই এইবার নতুন অবতারে দেখতে পাওয়া গিয়েছে ৷ তিনি টুম্পা সোনা গানটি গেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ৷ একই সঙ্গে সেই গানটি সোশ্যাল মিডিয়ায় দুর্বার গতিতে ভাইরাল হয়েছে ৷

  একই সঙ্গে ফের "এক প্যায়ার কা নাগমা মৌজ কী কাহানি হ্যায়, জিন্দেগি অউর কুছ ভী নেই তেরি মেরি কাহানি হ্যায় ৷" গানটি গেয়ে ঝড় তুলেছেন, সেই গানটি তুমুল গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ এক নজরে দেখে নেওয়া যাক সেই ভিডিওটি ৷

  Published by:Arjun Neogi
  First published: