Ghost News : বেগুনকোদরের পর ফের ভূতের গুজব পুরুলিয়ায়, জানেন এবার কোথায়?
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
বাইকে চেপে বসছে ভূত , ভুতের অস্তিত্ব প্রমাণ করতে পারলে কড় কড়ে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা!
পুরুলিয়া : পুরুলিয়ায় আবার ভূতের গুজব তবে এবার বেগুনকোদর নয়, পুরুলিয়ার হুড়া ব্লকে জঙ্গলে ঘেরা অর্জুনজোড়ায় বাইকে চেপে বসছে ভূত! জাতীয় সংবাদ মাধ্যম থেকে স্থানীয় সংবাদমাধ্যম সমস্ত জায়গাতেই একসময় বেগুনকোদর এর নাম চর্চিত হয়েছিল ভূতের আতঙ্কের কারণে। যা পুরোটাই রটানো ছিল। বর্তমানে বেগুনকদোরকে একেবারে স্বাভাবিক বললেও ভুল হয় না। সেই রেশ কাটতে না কাটতেই আবার নতুন করে ভূতের আতঙ্ক। আর এ-ভূত যে সে ভূত নয় এ-হল বাইক ধরা ভূত।
এলাকাবাসীদের দাবি বাইক নিয়ে রাস্তা পার হলেই বন্ধ হয়ে যাচ্ছে বাইকের স্টার্ট। কিছুতেই তা আর স্টার্ট করা যাচ্ছে না। আর তখনই পেছন থেকে জড়িয়ে ধরছে অশরীরী। কিন্তু খালি চোখে তাকে দেখা যাচ্ছে না। তবে সারা শরীরে আঁচড় দিয়ে নিজের উপস্থিতি জানান দিচ্ছে। পুরুলিয়ার হুড়ার অর্জুনজোড়া থেকে কেশরগড় যাবার রাস্তায় এমন অলৌকিক ঘটনা ঘটছে। দু’সপ্তাহেরও বেশি সময়ে এমন অলৌকিক ঘটনার মুখোমুখি হয়েছেন প্রায় ৩-৪ জন। এমনই ঘটনার উপলব্ধি করেছেন বলে দাবি করছেন অর্জুনজোড়া গ্রামের বাসিন্দা জলধর গড়ায়।
advertisement
আরও পড়ুনSrijit Mukherjee: সুস্থ সৃজিত বাড়ি ফিরে সকলকে জানালেন ধন্যবাদ, জীবনে কিছু বদলের ইঙ্গিত দিলেন নিজেই
advertisement
এ বিষয়ে তার পরিবারের দাবি , দুপুরবেলা বাইক নিয়ে ফেরার সময় জলধর বাবুর গাড়ি আটকে যায়। এরপরে তার মনে হয় কারোর উপস্থিতি রয়েছে। তারপরেই তিনি বাড়ি এসে দেখতে পান তার শরীরে আঁচড়ের দাগ রয়েছে। অসুস্থ বোধ করায় পরিবারের সদস্যরা তাকে ওঝার কাছে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক করান। তারপরই তিনি সুস্থ হন বলে দাবি পরিবারের। এ বিষয়ে ধাপাং গ্রামের বাসিন্দা যুধিষ্ঠির মাহাতো বলেন , রাতবিরেতে তিনি এই জঙ্গলের মধ্যে দিয়ে চলাফেরা করেন তবে কখনওই কোনও অন্যরকম অনুভূতি তার হয়নি। ভূতের কোনও অস্তিত্ব নেই, সবটাই গুজব। অসৎ কোনও উদ্দেশ্যে অসাধু ব্যক্তিরা এই গুজব ছড়াচ্ছে।
advertisement
ইতিমধ্যেই ওই গ্রাম ঘুরে দেখেছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পুরুলিয়া জেলা কমিটি। ভূতের অস্তিত্ব প্রমাণে তারা পাঁচ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন। কিন্তু তাতেও ভূতের আতঙ্ক না কমায়, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি পুরুলিয়া জেলা কমিটি পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন ভূতের অস্তিত্ব প্রমাণে। এ বিষয়ে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি পুরুলিয়া জেলা কমিটির সম্পাদক মধুসূদন মাহাতো বলেন , ভূত ও ভগবানের কোনও অস্তিত্ব নেই সবটাই মানুষের কল্পনা। ভূতের অস্তিত্ব যদি অর্জুন জুড়ায় কেউ প্রমাণ করতে পারে তবে তারা ৫০ লক্ষ টাকা পুরস্কার দেবেন।
advertisement
আরও পড়ুনCurd: গরমে পেট ঠাণ্ডা রাখতে দই খাচ্ছেন? কাদের টক দই খাওয়া মোটেও উচিত নয়? জেনে না খেলে বিপদ!
ওই এলাকায় মোতায়েন রয়েছে সিভিক ভলেন্টিয়ার। তবুও মানুষের ভয় কাটছে না। অর্জুনজোড়া প্রাথমিক থেকে হাইস্কুলেও ছাত্র-ছাত্রীর উপস্থিতির সংখ্যা কমে এসেছে। একটি বেসরকারি বিদ্যালয়ের হোস্টেল ছেড়ে চলে গিয়েছে পড়ুয়ারা। ভূতের আতঙ্ক কাটাতে এবার বেগুনকোদরের ধাঁচেই ভুতের অস্তিত্ব প্রমাণে রাত জাগবে বিজ্ঞান মঞ্চ। বেগুনকোদরে ভূতের আতঙ্ক থেকে মুক্তি পাওয়া গিয়েছে। ইদানিং নতুন করে সেই এই ভাবে ভূতের গুজব, এবং তা পুরুলিয়া জেলাতেই। বর্তমান বিজ্ঞানের যুগে মানুষ কিভাবে এই সমস্ত গুজবে বিশ্বাস করছেন তা নিয়ে উঠছে প্রশ্ন।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 20, 2025 4:41 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Ghost News : বেগুনকোদরের পর ফের ভূতের গুজব পুরুলিয়ায়, জানেন এবার কোথায়?