Acne and Pimple Prevention: পুজোয় ব্রণ থেকে মুক্তি চাই? আজ থেকেই পান করুন এই পানীয়

Last Updated:

Acne and Pimple Prevention:মুখে ব্রণ বা অ্যাকনে হলে পুজোর সাজই মাটি৷ ব্রণর দাপট কমানোর জন্য আমাদের চেষ্টার অন্ত থাকে না

মুখে ব্রণ বা অ্যাকনে হলে পুজোর সাজই মাটি
মুখে ব্রণ বা অ্যাকনে হলে পুজোর সাজই মাটি
মুখে ব্রণ বা অ্যাকনে হলে পুজোর সাজই মাটি৷ ব্রণর দাপট কমানোর জন্য আমাদের চেষ্টার অন্ত থাকে না৷ দামি লোশন থেকে ওষুধ-সব রকম প্রয়াস চলতে থাকে৷ ব্রণ না থাকলে ত্বকের ঔজ্বল্য বেড়ে যায় অনেকটাই৷ পুষ্টিবিদ রিচা গঙ্গানি ইনস্টাগ্রামে জানিয়েছেন কীভাবে ত্বক অ্যাকনেমুক্ত করা যায়৷
ডায়েটিশিয়ান কানুপ্রীত অরোরা নারাং জানিয়েছেন রোমকূপ বন্ধ হয়ে গেলে ত্বকে সংক্রমণ দেখা দেয়৷ মৃত কোষের ডিটক্সিফিকেশন না হলেও ত্বকে সংক্রমণ হয় বলে জানিয়েছেন তিনি৷ পাশাপাশি হরমোন সংক্রান্ত, জিনগত, মানসিক উদ্বেগ এবং স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য কারণেও ব্রণ অ্যাকনের সমস্যা দেখা দেয়৷ হরমোন থেকে হলে তাকে হরমোনাল এবং অন্যান্য কোনও কারণে হলে তাকে নর্ম্যাল অ্যাকনে বলে৷
advertisement
advertisement
advertisement
পুষ্টিবিদ রিচার মতে ধনেদানা, গোলাপের পাপড়ি এবং কারিপাতা দিয়ে তৈরি বিশেষ পানীয়ের গুণে সেরে যায় ব্রণ ও অ্যাকনে সংক্রান্ত সমস্যা৷
ধনেদানা :
ধনেদানায় আছে অ্যান্টিঅক্সিড্যান্ট এবং অ্যান্টিইনফ্লেম্যাটরি উপাদান৷ এতে ত্বক থেকে সূক্ষ্মদাগ এবং কালোছোপ উঠে যায়৷ ত্বকের মৃত কোষ ঝরে গিয়ে ত্বক প্রাণবন্ত ও উজ্জ্বল হয়ে ওঠে৷
advertisement
গোলাপের পাপড়ি :
ভিটামিন এ, ভিটামিন সি সমৃদ্ধ গোলাপের পাপড়ি সাহায্য করে কোলাজেন উৎপাদনে৷ ফলে ত্বক হয়ে ওঠে কোমল ও ব্রণমুক্ত৷
কারিপাতা :
কারিপাতায় আছে ভিটামিন এ, ভিটামিন সি এবং অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান৷ ফলে বলিরেখা, ডার্ক সার্কল-সহ বয়সজনিত সমস্যা থেকে মুক্তি মেলে৷
এই পানীয়ের জন্য যা করতে হবে, সেটা হল জলের সঙ্গে এই সব উপাদান মিশিয়ে ফোটাতে হবে৷ তার পর ছেঁকে নিয়ে পান করতে হবে৷ অ্যাকনেমুক্ত ত্বক পেতে বিশেষভাবে সাহায্য করবে নিয়মিত এই পানীয় পান৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Acne and Pimple Prevention: পুজোয় ব্রণ থেকে মুক্তি চাই? আজ থেকেই পান করুন এই পানীয়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement