চোখে জল নিয়ে হারানো ভালবাসা ফিরে পেতে মনীষা কৈরালার বাড়ি গিয়েছিলেন আমির খান !

Last Updated:

বহুবারের দেখা ভিডিও দেখে নিন আরও একবার

নব্বইয়ের দশকের অন্যতম সুপারহিট ছবি মন ৷ ইন্দর কুমারের নির্দেশনায় আমির খান ও মনীষা কৈরালার দারুণ অভিনয় দর্শকদের কাছে এক আলাদা ভাললাগার পরিবেশ সৃষ্টি করেছে ৷ মন ছবির প্রতিটি গানই অত্যন্ত ভাল ও সেই সময়ে সুপারহিট হয়েছিল ৷ উদিত নারায়ণের কন্ঠে একের পর সুপারহিট গান দর্শকেরা উপহার পেয়েছেন ৷
ভাললাগার ও ভালবাসার ছবি মন ৷ সঞ্জীব ও দর্শনের সুরে অনবদ্য গানগুলি মন জয় করেছেন একই সঙ্গে কাহিনিবিন্যাস সৃজনশীলতা ও চিত্রনাট্য বিশেষ ভাবে উল্লেখ করার মত ৷ ভালবাসা ফের প্রমাণ করেছে যে তার অবস্থান মানুষের জীবনে এক বড় জায়গায় জুড়ে ৷ মানুষের ঘুমিয়ে তাকা মনুষ্বকে একমাত্র জাগিয়ে তুলতে পারে প্রকৃত ভালবাসাই ৷
advertisement
advertisement
দেবকরণ সিং (আমির খান), প্রিয়ার (মনীষা কৈরালা) প্রেমে পড়ে নিজেকে সম্পূর্ণরূপে পরিবর্তিত করে প্রিয়ার উপযুক্ত করেছিল ৷ তার মাঝেই বিভিন্ন ঘাত প্রতিঘাত ৷ সময়ের ওঠাপড়া
কেমন করে তাঁদের দুজনকে তড়পেছে ৷ প্রেমিকার পায়ে নূপুর পরিয়ে দিতে গিয়েছিলেন দেব ৷ ফিরে পেতে চেয়েছিলেন মনের মানুষকে ৷ পরে কী হয়েছিল তা অনেকেরই জানা আছে ৷ তবুও দেখে নিন ভিডিওটি ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
চোখে জল নিয়ে হারানো ভালবাসা ফিরে পেতে মনীষা কৈরালার বাড়ি গিয়েছিলেন আমির খান !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement