৯ মাসের গর্ভাবস্থায় দূর্দান্ত বেলি ডান্স করলেন হবু মা! নিমেষে ভাইরাল হল ভিডিও
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
৯ মাসের গর্ভাবস্থাতেও দূর্দান্ত বেলি ডান্স করলেন ওই মহিলা । দেখে কেউ বলবে না, তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ।
#কলকাতা: এ বিশ্বে কত ধরনের ঘটনাই না ঘটে প্রতিদিন । ১৩০ কোটির দেশে কত ধরনের মানুষ... তাঁদের ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, জাতি আলাদা, শখ-স্বভাব-আচার-ব্যবহার সবই আলাদা । তাই এ দেশের গলিতে গলিতে লুকিয়ে রয়েছে হরেক কিসিমের যত কাণ্ড কারখানা । শুধু তাই নয়, দেশের সীমা ছাড়িয়ে বিদেশও এখন এসে পড়েছে হাতের মুঠোর মধ্যে । আর আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে সে সমস্ত খবর নিমেষে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে । নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে সে সব । কখনও ছবি, কখনও ভিডিও, কখনও অডিও । এই সমস্ত ভাইরাল খবরে বিতর্ক যেমন তৈরি হচ্ছে, তেমনই নিখাদ মজার ঘটনা আনন্দও দিচ্ছে মানুষকে । অনেক ভিডিও মানুষকে অনুপ্রেরণা যোগাচ্ছে, উৎসাহ দিচ্ছে, অনুপ্রাণিত করছে ।
যেমন এই ভিডিওটি । এই ভিডিও-তে এক হবু মা দেখিয়ে দিচ্ছেন অসম্ভব বলে কিছু হয় না । কিছুদিন আগেই মা হয়েছেন বলি-নায়িকা ও ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি বিরাট কোহলি । তাঁকেও দেখা গিয়েছে গর্ভাবস্থার শেষ দিন পর্যন্ত সুপার ফিট ছিলেন নায়িকা । নিয়মিত যোগব্যায়াম, জিমে কসরত করতেন তিনি । আর এই মা আবার ৯ মাসের গর্ভাবস্থাতেও করলেন দূর্দান্ত বেলি ডান্স । দেখে কেউ বলবে না, তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ।
advertisement
advertisement
অনেক মেয়েরাই আজকাল গর্ভাবস্থা নিয়ে অত্যধিক সাবধানী হয়ে পড়েন । কাজকর্ম, শরীরচর্চা কোনওটাই করেন না তাঁরা । আধুনিক যুগের অনেক মা কিন্তু আবার প্রমাণ করে দিচ্ছেন, প্রেগন্যান্সি মানেই শুধু শুয়ে-বসে থাকা নয় । শরীরচর্চার মাধ্যমে শরীর-মন সবটাই ভাল থাকে ।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 10, 2021 4:08 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
৯ মাসের গর্ভাবস্থায় দূর্দান্ত বেলি ডান্স করলেন হবু মা! নিমেষে ভাইরাল হল ভিডিও