শূন্যে ছুড়ে দিয়ে ধোসা বানাচ্ছেন মুম্বইয়ের দোকানি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Last Updated:

কেউ ধোসা কিনতে চাইলেই উড়ন্ত ভঙ্গিতে তা তৈরি করছেন । কখনও উপরের দিকে ছুড়ে দিচ্ছেন, অন্য একজন তা লুফে নিচ্ছেন দারুণ দক্ষতায় ।

#মুম্বই: এ বিশ্বে কত ধরনের ঘটনাই না ঘটে প্রতিদিন । ১৩০ কোটির দেশে কত ধরনের মানুষ... তাঁদের ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, জাতি আলাদা, শখ-স্বভাব-আচার-ব্যবহার সবই আলাদা । তাই এ দেশের গলিতে গলিতে লুকিয়ে রয়েছে হরেক কিসিমের যত কাণ্ড কারখানা । শুধু তাই নয়, দেশের সীমা ছাড়িয়ে বিদেশও এখন এসে পড়েছে হাতের মুঠোর মধ্যে । আর আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে সে সমস্ত খবর নিমেষে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে । নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে সে সব । কখনও ছবি, কখনও ভিডিও, কখনও অডিও । এই সমস্ত ভাইরাল খবরে বিতর্ক যেমন তৈরি হচ্ছে, তেমনই নিখাদ মজার ঘটনা আনন্দও দিচ্ছে মানুষকে । অনেক ভিডিও মানুষকে অনুপ্রেরণা যোগাচ্ছে, উৎসাহ দিচ্ছে, অনুপ্রাণিত করছে ।
এই ভিডিওতে দেখা গেল একেবারে অভিনব একটি জিনিস । আজব অঙ্গভঙ্গি করতে করতে ধোসা বিক্রি করছেন এক দোকানি । মুম্বই শহরের রাস্তার ধারে ধোসা তৈরির সমস্ত সরঞ্জাম নিয়ে বসে রয়েছেন ওই ব্যক্তি । কেউ ধোসা কিনতে চাইলেই উড়ন্ত ভঙ্গিতে তা তৈরি করছেন । কখনও উপরের দিকে ছুড়ে দিচ্ছেন, অন্য একজন তা লুফে নিচ্ছেন দারুণ দক্ষতায় । শেষে প্লেটে করে সকলের হাতে দিচ্ছেন সেই ধোসা ।
advertisement
advertisement
গত সপ্তাহে এই ভিডিওটি ফেসবুকে পোস্ট করা হয় । তারপর থেকেই সেটি ভাইরাল । লাইকস, আর কমেন্টসের বন্যা বয়ে যাচ্ছে । কেউ কেউ বাহবা দিচ্ছেন, কেউ আবার সমালোচনাও করছেন । অনেকেই বলেছেন, এ ভাবে খাবার ছুড়ে দেওয়াটা মোটেও ভাল সংস্কৃতি নয় । এতে খাবার এবং ক্রেতা উভয়কেই অসম্মান করা হয় । তবে নেটিজেনরা যাই বলুন নাকেন, ধোসা বিক্রির এমন মজাদার কায়দা দেখে সাধারণ মানুষ বেশ মজাই পেয়েছেন ।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
শূন্যে ছুড়ে দিয়ে ধোসা বানাচ্ছেন মুম্বইয়ের দোকানি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement