পুজোতে হয়ে উঠুন ঝকঝকে, ট্রাই করুন এই ৫টি ফেসপ্যাক !
Last Updated:
পুজো আসতে আর মাত্র ২০ দিন বাকি ৷ এখনই সময়ই নিজেকে একটু ঝকঝকে করে তোলার৷ প্রতিদিনের অফিস চেহারাকে করে তোলে ক্লান্ত ৷
#কলকাতা: পুজো আসতে আর মাত্র ২০ দিন বাকি ৷ এখনই সময়ই নিজেকে একটু ঝকঝকে করে তোলার৷ প্রতিদিনের অফিস চেহারাকে করে তোলে ক্লান্ত ৷ চেহারা থেকে ক্লান্তির ছাপ দূর করতে ট্রাই করতে পারেন এই ৫ টি ফেসপ্যাক ৷
১) যা যা লাগবে
নিমপাতা, বেসন ও টক দই। এই প্যাক ত্বককে ব্রণমুক্ত রাখে এবং উজ্জ্বল করে।
advertisement
যেভাবে ব্যবহার করবেন
এক টেবিল চামচ বেসনের সঙ্গে এক চা চামচ নিমপাতা বাটা বা গুঁড়ো ও আধা টেবিল চামচ টক দই একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এবার মুখ ভালো করে পরিষ্কার করে এই প্যাক লাগান। ১৫ মিনিট অপেক্ষা করুন। এর পর জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুদিন এই প্যাক মুখে ব্যবহার করুন।
advertisement
২) যা যা লাগবে
নিমপাতা, চন্দনের গুঁড়ো ও দুধ। এই প্যাক ত্বক নরম ও মসৃণ রাখতে সাহায্য করে।
যেভাবে ব্যবহার করবেন
এক চা চামচ চন্দনের গুঁড়োর সঙ্গে আধা চা চামচ নিমপাতা বাটা ও এক টেবিল চামচ দুধ একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করুন। প্যাকটি মুখে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। এবার জল লাগিয়ে মুখে কিছুক্ষণ ম্যাসাজ করুন। এর পর ধুয়ে ফেলুন।
advertisement
৩) যা যা লাগবে
নিমপাতা ও মধু। এই প্যাক ত্বক সতেজ করে এবং ত্বকের তেলতেলে ভাব দূর করে।
যেভাবে ব্যবহার করবেন
এক চা চামচ নিমপাতা বাটার সঙ্গে এক টেবিল চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক মুখে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। এবার জল দিয়ে ধুয়ে ফেলুন।
৪) যা যা লাগবে
advertisement
নিমপাতা, টক দই ও হলুদ গুঁড়া। এই প্যাক ত্বকের মেছতার দাগ দূর করে ও ত্বক নরম করে।
যেভাবে ব্যবহার করবেন
এক চা চামচ নিমপাতা বাটার সঙ্গে এক টেবিল চামচ টক দই ও সামান্য হলুদ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।
৫) যা যা লাগবে
নিমপাতা, আপেল সিডার ভিনেগার ও মধু। এই প্যাক মাত্র এক সপ্তাহেই ব্রণের দাগ দূর করে এবং ত্বক টানটান করে।
advertisement
যেভাবে ব্যবহার করবেন
এক চা চামচ নিমপাতা বাটার সঙ্গে এক টেবিল চামচ আপেল সিডার ভিনেগার ও এক চা চামচ মধু মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এই প্যাক ত্বকে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে জল লাগিয়ে হালকা ম্যাসাজ করুন। এর পর ভালো করে ধুয়ে ফেলুন।
Location :
First Published :
September 07, 2017 2:37 PM IST