দেশপ্রেমের স্বাদ! ১৫ অগাস্ট তিরঙ্গায় রাঙা হোক খাবারও, দেখে নিন ত্রিবর্ণ লস্যি থেকে পোলাও বানানোর পদ্ধতি!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
স্বাধীনতা দিবসে জাতীয় পতাকার তিন রঙ মিশে যাক খাবারেও। কীভাবে? দেখে নেওয়া যাক সেটাই।
#কলকাতা: স্বাধীনতা দিবস (Independence Day 2022) উপলক্ষ্যে গোটা ভারত তিরঙ্গাময়। প্রোফাইল পিকচারে উড়ছে জাতীয় পতাকা। বাড়ি কিংবা অফিসের ছাদেও উত্তোলন করা হচ্ছে তিরঙ্গা। ১৫ অগাস্টে জাতীয় পতাকার রঙে রাঙানো পোশাকে পথে নামার তোড়জোড় করছে দেশবাসী। মেকআপেও থাকছে গেরুয়া, সাদা আর সবুজের ছোঁয়া। স্বাধীনতা দিবসে জাতীয় পতাকার তিন রঙ মিশে যাক খাবারেও। কীভাবে? দেখে নেওয়া যাক সেটাই।
তিরঙ্গা লস্যি:
যা লাগবে- দুই টেবিল চামচ কেশর সিরাপ (গেরুয়া রঙের জন্য), ৩ কাপ দই (সাদা রঙের জন্য), দুই টেবিল চামচ খস সিরাপ (সবুজ রঙের জন্য), এক টেবিল চামচ এলাচ গুঁড়ো, তিন টেবিল চামচ চিনি।
advertisement
advertisement
তৈরির পদ্ধতি- দইতে চিনি এবং এলাচ গুঁড়ো মিশিয়ে নিতে হবে। এবার পতাকার গেরুয়া রঙ পেতে দইয়ের সঙ্গে মেশাতে হবে কেশর সিরাপ। সবুজ রঙের জন্য আলাদাভাবে দই এবং খস সিরাপ মেশাতে হবে। কিছুটা দই আলাদা থাক, এটা সাদা রঙের জন্য ব্যবহার করা হবে। এবার একটা গ্লাসে প্রথমে খস লস্যি, তারপর শুধু দই এবং শেষে ঢালতে হবে কেশর দেওয়া লস্যি। শেষে পেস্তা দিয়ে সাজিয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করতে হবে।
advertisement
তিরঙ্গা পোলাও:
যা লাগবে- ১ কাপ বাসমতি চাল। কমলা রঙের জন্য- দুই টেবিল চামচ ঘি, ১/৪ চা চামচ জিরে, এক চা চামচ আদা বাটা, ১/৪ কাপ টম্যাটো পিউরি এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ১/২ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, এক চা চামচ লাল লঙ্কার পেস্ট, নুন।
advertisement
সাদা রঙের জন্য- এক কাপ বাসমতি চালের ভাত।
সবুজ রঙের জন্য- দুই টেবিল চামচ ঘি, ১/৪ চা চামচ জিরে, এক চা চামচ আদা বাটা, এক চা চামচ কাঁচা লঙ্কার পেস্ট, ১/২ কাপ পালং শাকের পিউরি এবং নুন।
advertisement
তৈরির পদ্ধতি- দু'টি আলাদা নন স্টিক প্যানে ঘি গরম করতে হবে। একটাতে দিতে হবে জিরে। যতক্ষণ না রঙ পরিবর্তন হয় ভাজতে হবে। দ্বিতীয় প্যানেও সামান্য জিরে দিয়ে ভেজে নিতে হবে। এবার প্রথম প্যানে দিতে হবে আদা, লাল লঙ্কার গুঁড়ো এবং লাল লঙ্কার পেস্ট। তাতে টম্যাটো এবং নুন দিয়ে ভাল ভাবে মিশিয়ে নিতে হবে। এবার এক কাপ জল এবং চাল দিয়ে প্যান ঢেকে দিতে হবে। এবার দ্বিতীয় প্যানে হলুদ গুঁড়ো এবং চাল দিয়ে মেশাতে হবে ভাল করে। সঙ্গে কাঁচা লঙ্কার পেস্ট, আদার পেস্ট পেস্ট এবং নুন দিয়ে নেড়ে দিতে হবে। এবার হাফ কাপ জল দিয়ে ঢেকে দিতে হবে। জল ফুটতে শুরু করলে তাতে মিশিয়ে দিতে হবে পালং শাক। ভাত ফুটে গেলে নামিয়ে নিতে হবে। এবার প্লেটে গেরুয়া, সাদা এবং সবুজ ভাত বেড়ে দিলেই পাতে ফুটে উঠবে তিরঙ্গা।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 15, 2022 8:21 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
দেশপ্রেমের স্বাদ! ১৫ অগাস্ট তিরঙ্গায় রাঙা হোক খাবারও, দেখে নিন ত্রিবর্ণ লস্যি থেকে পোলাও বানানোর পদ্ধতি!