সাইজে ৩২ ইঞ্চি ! বিশ্বের সবচেয়ে বড় পরোটা না খেলে কিন্তু বড় মিস !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
#জয়পুর: পরোটা খেতে ভাল লাগে না, এমন মানুষ খুব কমই আছে উপমহাদেশে ৷ আলুর পরোটা, মেথির পরোটা, লঙ্কার পরোটা, কপির পরোটা, দইয়ের পরোটা, কত ধরণের পরোটা ! আর সেই পরোটা খেতেই গোটা বিশ্বের মানুষ পছন্দ করেন ৷ জয়পুরের বিখ্যাত রেস্তোরাঁ ‘পরোটা জংশন’ ৷
স্পেশ্যাল পরোটা, স্পেশ্যাল তন্দুরী চা এবং স্পেশ্যাল বজরঙ্গী থালি ৷ এগুলি খেতেই পরোটা জংশনে ছুটে আসেন ভোজনরসিকরা ৷ কিন্তু এই রেস্তোরাঁর সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই এখানকার স্পেশ্যাল পরোটা ৷ কারণ এটি শুধু খেতেই ভাল নয় ৷ এটির সাইজ ৩২ ইঞ্চি ৷ বিশাল এই পরোটা, নিজের চোখে না দেখলে বিশ্বাসই হবে না ৷ ‘হ্যাপিয়েস্ট, বিগেস্ট, লার্জেস্ট...’ জয়পুরের পরোটা জংশনের এটাই তাই ক্যাপশন ৷ শুধু ভারতই নয়, বিশ্বের এটা সবচেয়ে বড় পরোটা ৷ আলু, পেঁয়াজ এবং ফুলকপি দিয়ে তৈরি হয় এই স্পেশ্যাল পরোটা ৷ শুদ্ধ দেশি ঘিয়ে ভাজা এই পরোটা খেয়ে মন ভরে যায় সকলেরই ৷ জয়পুরের এই রেস্তোরাঁয় ৭৪ প্রকারের পরোটা পাওয়া যায় ৷ কীভাবে এই বিশাল পরোটা বানানো হয়, দেখে নিন নিজের চোখেই ৷
advertisement
advertisement
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 10, 2019 1:32 PM IST