পাড়ার প্রতিমা বিসর্জনে মদ্যপ যুবকদের হাতে মহিলার মৃত্যু, জখম ৪ !

Last Updated:

পাড়ার প্রতিমা বিসর্জনে গিয়ে এরকমটা হতে পারে কখনও ভাবেনি আগরপাড়ার মহিলারা ৷ এখনও পুরো ঘটনাটা ভাবলে, গায়ে কাঁটা

#আগরপাড়া: পাড়ার প্রতিমা বিসর্জনে গিয়ে এরকমটা হতে পারে কখনও ভাবেনি আগরপাড়ার মহিলারা ৷ এখনও পুরো ঘটনাটা ভাবলে, গায়ে কাঁটা দিয়ে উঠছে পাড়ার বহু লোকেরই ৷ হঠাৎ এমন কী ঘটল, যাতে প্রাণই চলে গেল শীলা দাসের!
প্রতিবারের মতে এবারও পাড়ার মা কালীর বিসর্জনে গিয়েছিল শীলা দাস ৷ সঙ্গে ছিল পাড়ারও আরও কয়েকজন মহিলা ৷ ঢাকের তালে পা মিলিয়ে ভাসানের শোভাযাত্রা এগিয়েই যাচ্ছিল ৷ হাসি, গল্পেই মেতেছিলেন আগরপাড়ার মহিলারা৷ দল বেঁধে ভাসান দেখতে যাওয়া তো প্রতিবারের নিয়ম ৷ কিন্তু এবারটা যে এরকম ঘটবে, তা আগের থেকে বুঝতেই পারেনি কেউ ৷
advertisement
শোভাযাত্রা ভালই এগোচ্ছিল, ঢাকও বাজছিল নানান তালে ৷ ভাসান এল নিশ্চিন্তেই ৷ বিসর্জন দিয়ে ফেরার সময়,  ইলিয়াস রোডে পৌঁছতেই, লাগল গণ্ডোগোল ৷ হঠাৎই একদল মদ্যপ যুবক এসে চড়াও হল শোভাযাত্রার সামনে ৷ বাধা দিতে গিয়েই বিপত্তি ৷ এক কথা, দু’কথা থেকে শুরু হল বচসা ৷ তবে বচসাতেই থেমে থাকল না ৷ মদ্যপ যুবকরা চড়াও হল মহিলাদের ওপর ৷ মহিলাদের শুরু করল মারধর ৷ তবে মারধরেই আটকে থাকল না যুবকেরা৷ অ্যাম্বাসেডর নিয়ে এগিয়ে আসে মহিলাদের দিকে ৷ গাড়ির ধাক্কায় প্রাণ যায় শীলা দাস ৷ আহত হন অন্য আর ৪ মহিলাও ৷
advertisement
advertisement
শীলা দাসকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই মৃত্য হয় তাঁর৷ আহত আরও ৪জন ভর্তি রয়েছেন আরজিকরে ৷ এই ঘটনায় অভিযুক্ত ৪জনকেই গ্রেফতার করেছে পুলিশ ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
পাড়ার প্রতিমা বিসর্জনে মদ্যপ যুবকদের হাতে মহিলার মৃত্যু, জখম ৪ !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement