#কলকাতা: রাতের শহরে তরুণীকে অপহরণের চেষ্টা। কেষ্টপুরের খালপাড়ে গাড়ি নিয়ে ধাওয়া ৫ মদ্যপ যুবকের। কোনওক্রমে পালিয়ে একটি বাড়িতে আশ্রয় নেন তথ্যপ্রযুক্তি ওই কর্মী। পরে ঘটনাটি বিধাননগর কমিশনারের ফেসবুক পেজে ট্যাগ করেন তরণীর এক আত্মীয়।
এরপর অসমের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে যোগাযোগ করে পুলিশ। গাড়ির নম্বরের সূত্র ধরে ৫ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয় গাড়িটি। আজ ধৃতদের আদালতে পেশ।
তরুণী জানান, ৬ ফেব্রুয়ারি রাতে বাড়ি ফিরছিলেন তরুণী ৷ সেই সময় গাড়ি নিয়ে তাঁর পিছু নেয় ৫ মদ্যপ যুবক ৷ দৌড়ে অন্য একটি বাড়িতে আশ্রয় নেন তরুণী ৷ যোগাযোগ করেন তাঁর এক আত্মীয়ের সঙ্গে ৷ কেষ্টপুরে একা থাকেন অসমের বাসিন্দা ওই তরুণী ৷
প্রথমে অভিযোগ জানাতে রাজি ছিলেন না তরুণী ৷ পরে পুলিশি আশ্বাসে পুরো ঘটনা বিস্তারিত জানান ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Drunk Woman, Kestopur, Woman Molested