দোকানের শাটার খুলতে গেছিলেন বৃদ্ধা, হাত দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন! পঞ্চমীর সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বেহালায়

Last Updated:

উৎসবের মাঝেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক বৃদ্ধা। শনিবার, দুর্গাপুজোর পঞ্চমীর সকালে এমন দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেহালার সরশুনা এলাকায়।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক বৃদ্ধার
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক বৃদ্ধার
কলকাতা: উৎসবের মাঝেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক বৃদ্ধা। শনিবার, দুর্গাপুজোর পঞ্চমীর সকালে এমন দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেহালার সরশুনা এলাকায়। জানা গিয়েছে, মৃতের নাম শ্রাবন্তী দেবী। এইদিন সকাল সাড়ে সাতটা নাগাদ দোকানের শাটার খুলতে গিয়ে তড়িদাহত হয়ে মারা যান তিনি। তিনি ক্ষুদিরাম পল্লির তালপুকুর রোডের বাসিন্দা বলে জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে খবর, বাড়ির পাশের একটি দোকানে অবৈধভাবে বিদ্যুতের তার সংযোগ করা হয়েছিল। সেই তার থেকেই কোনওভাবে বিদ্যুৎ প্রবাহিত হতে থাকে দোকানের শাটারেও। সেই শাটার খুলতে গেলেই বিপদ ঘনিয়ে আসে। মুহূর্তে বিদ্যুৎস্পৃষ্ট হন শ্রাবন্তী দেবী।
আরও পড়ুন: নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে, উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা! পঞ্চমী ও ষষ্ঠীর আবহাওয়ার আপডেট
প্রসঙ্গত, চলতি সপ্তাহের সোমবারে রাতভর বৃষ্টিতে ডুবে গিয়েছিল প্রায় গোটা কলকাতা। ঠিক তারপরের দিন অর্থাৎ মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট শহর কলকাতায় মারা গিয়েছিলেন ৯ জন। এই ঘটনায় ক্ষোভপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্যুৎ বণ্টনকারী সংস্থা CESC-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, গোটা শহরজুড়েই ছেঁড়া বিদ্যুৎ-এর তারে কোনও নজরদারি নেই সংস্থার। তা যে সত্যি পঞ্চমীর দিন এই মর্মান্তিক ঘটনা যেন আরও একবার প্রমাণ করল। এই ঘটনার পরে ইতিমধ্যেই পুলিশ এবং CESC কর্মীরা ঘটনাস্থলে হাজির হয়েছেন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে খবর।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
দোকানের শাটার খুলতে গেছিলেন বৃদ্ধা, হাত দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন! পঞ্চমীর সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বেহালায়
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement