হোম /খবর /কলকাতা /
খোলা ম্যানহোলে আটকে গেল পা, নিউ টাউনে আড়াই ঘণ্টা পর উদ্ধার বৃদ্ধা

Woman stuck in an open manhole in New Town: খোলা ম্যানহোলে আটকে গেল পা, নিউ টাউনে আড়াই ঘণ্টা পর উদ্ধার বৃদ্ধা

ম্যানহোল থেকে উদ্ধার করা হচ্ছে বৃদ্ধাকে৷

ম্যানহোল থেকে উদ্ধার করা হচ্ছে বৃদ্ধাকে৷

মঙ্গলবার দুপুুরে এমনই ঘটনার সাক্ষী থাকল নিউ টাউনের শাপুরজি এলাকা৷ ম্যানহোলে আটকে গিয়ে ওই বৃদ্ধার পায়ে গুরুতর চোট লাগে (Woman stuck in an open manhole in New Town)৷

  • Last Updated :
  • Share this:

#নিউ টাউন: পথেই যেন মরণফাঁদ! একটানা বৃষ্টিতে কোথাও গোড়ালি জল, কোথাও আবার হাঁটু জল (Kolkata Water Logging)৷ তার মধ্যে যদি ম্যানহোলের ঢাকনা অসতর্ক ভাবে খুলে রাখা হয়, তাহলে যা হওয়ার তাই হল৷ রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকনা খোলা ম্যানহোলের ভিতরে পা ঢুকে গিয়ে প্রায় আড়াই থেকে তিন ঘণ্টা আটকে থাকলেন এক বৃদ্ধা (Woman Stuck in open manhole)৷ শেষ পর্যন্ত দমকল, এনডিআরএফ এবং পুলিশের উদ্ধারকারী দল গিয়ে ওই বৃদ্ধাকে উদ্ধার করে৷

মঙ্গলবার দুপুুরে এমনই ঘটনার সাক্ষী থাকল নিউ টাউনের (New Town) শাপুরজি এলাকা৷ ম্যানহোলে আটকে গিয়ে ওই বৃদ্ধার পায়ে গুরুতর চোট লাগে৷ তাঁকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করেছে পুলিশ৷ যদিও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল৷

আরও পড়ুন: সকাল থেকে ভারী বৃষ্টি শহরে, বিপদ কমার আগেই আরও এক অশনিসংকেত

পুলিশ সূত্রে খবর, জয়শ্রী রায়চৌধুরী নামে ওই বৃদ্ধা দুর্ঘটনাস্থলের কাছেই একটি অভিজাত আবাসনের বাসিন্দা৷ এ দিন দুপুরে প্রবল বৃষ্টির মধ্যে ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন জয়শ্রীদেবী৷ জল থইথই রাস্তায় আন্দাজেই যাতায়াত করতে হচ্ছিল পথচারীদের৷ আচমকাই একটি ম্যানহোলের মধ্যে ওই বৃদ্ধার পা আটকে যায় (Woman Stuck in open manhole)৷ পথচলতি মানুষ প্রথমে তাঁকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন৷ অভিযোগ, জল বের করার জন্য ম্যানহোলের ঢাকনা খুলে রাখাতেই বিপত্তি৷

বৃদ্ধাকে উদ্ধার করা যাচ্ছে না দেখে স্থানীয়রাই প্রথমে টেকনো সিটি থানায় খবর দেন৷ এর পর খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দু'টি ইঞ্জিন ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা৷ আড়াই ঘণ্টারও বেশি সময় পরে ওই বৃদ্ধাকে উদ্ধার করা সম্ভব হয়৷ দেখা যায়, দীর্ঘক্ষণ ম্যানহোলে আটকে থেকে এবং টানা হ্যাঁচড়ায় বৃদ্ধার পায়ে গুরুতর চোট লেগেছে৷ সঙ্গে সঙ্গে তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়৷

প্রশ্ন উঠছে, রাস্তার জমে থাকা জল বের করে দেওয়ার জন্য ম্যানহোলের ঢাকনা খুলে রাখা হলেও পথচারীদের সতর্ক করতে কোনও চিহ্ন সেখানে দেওয়া হল না কেন? খোলা ম্যানহোলের নজরদারিতেই বা কোনও কর্মী কেন ছিলেন না, সেই প্রশ্নও উঠছে৷

Anup Chakraborty

Published by:Debamoy Ghosh
First published:

Tags: New Town