#কলকাতা: বাড়িতে রহস্যজনকভাবে মহিলা সিভিক ভলান্টিয়ার খুন। আহত স্বামী হাসপাতালে চিকিৎসাধীন। কৈখালির চিড়িয়ামোড়ের ঘটনা। শুক্রবার রাত সাড়ে ৮টায় কাজ করে বাড়ি ফেরেন শম্পা দাস। সেই সময় তাঁর স্বামী সুপ্রতিম ও শ্বাশুড়ি বাড়িতে ছিলেন। সাড়ে তিন বছরের ছেলে বাইরে ছিল। সাড়ে ন'টা নাগাদ বাড়িতে ঢুকে সিড়িতে রক্ত দেখে কাঁদতে শুরু করে ছেলে। প্রতিবেশীরা গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন শম্পা, ঘরে চেয়ারে হাত পা বাঁধা, আহত অবস্থায় রয়েছেন সুপ্রতিম দাস।
আরও পড়ুন: রানওয়ে থেকে ওড়ার পরই ভেঙে পড়ল বিমান, ১০০ জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা
বাগুইআটির বেসরকারি হাসপাতালের চিকিৎসক শম্পাকে মৃত ঘোষণা করেন। তাঁর শরীর ও মাথায় একাধিক আঘাত ছিল। স্থানীয়দের অনুমান লুঠ করতে এসে হামলা চালায় দুষ্কৃতীরা। যদিও পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীকে খুন করে দুষ্কৃতী হামলা ও লুঠের অভিনয় করছেন শম্পার স্বামী সুপ্রতিম। ICU তে চিকিৎসাধীন সুপ্রতিমের জ্ঞান ফিরলেই তাঁকে জিজ্ঞাসাবাদ করবে এয়ারপোর্ট থানার পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Civic volunteer, Kaikhali, WOman civic volunteer found dead