West Bengal Assembly: গতবার ছিল ‘অপরাজিতা’, এবার ফের নতুন বিল! নভেম্বরেই বিধানসভার শীতকালীন অধিবেশন, বড় চমকের অপেক্ষা
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
West Bengal Assembly: রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন বসতে পারে ২৫ নভেম্বর। সূত্রের খবর, দিন দশেকের অধিবেশনে কয়েকটি নতুন বিল আনার ব্যাপারে ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার।
কলকাতা: রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন বসতে পারে ২৫ নভেম্বর। সূত্রের খবর, প্রায় ১০ দিন ধরে চলতে পারে এই বছরের রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। দিন দশেকের অধিবেশনে কয়েকটি নতুন বিল আনার ব্যাপারে ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার।
এর আগে বিধানসভার বিশেষ অধিবেশন বসেছিল গত সেপ্টেম্বর মাসে। শেষ বিধানসভার বিশেষ অধিবেশনের কেন্দ্রে ছিল আরজি কর কাণ্ড। এই অধিবেশনে রাজ্য সরকার ধর্ষণ ও নারী নিগ্রহ প্রতিরোধে ‘অপরাজিতা’ বিল পাশ করেছিল।
advertisement
advertisement
সেই বিল অবশ্য এখনও আইনে পরিণত হয়নি। কারণ অনুমোদনের জন্য বিলটি রাষ্ট্রপতির বিবেচনার জন্য পাঠিয়েছেন রাজ্যপাল। দু’দিনের এই বিশেষ অধিবেশনে সব বিধায়ককে বাধ্যতামূলকভাবে হাজিরার নির্দেশ দিয়েছিল বিজেপিও।
advertisement
সূত্রের খবর অনুযায়ী, রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে নতুন বিল আনার পাশাপাশি আবাস যোজনা এবং ১০০ দিনের কাজ-সহ অন্যান্য বেশ কয়েকটি বিষয়েও প্রস্তাব আনা হতে পারে। আগামীকাল, শুক্রবার থেকেই শুরু হয়ে যাবে নভেম্বর মাস। এ মাসের শেষদিকে ২৫ তারিখে বসতে চলেছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 31, 2024 9:27 PM IST








