অভিনেতা বিক্রমের দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে মিলল পানীয়ের বোতল !
Last Updated:
গাড়ি দুর্ঘটনায় মডেল সোনিকা চৌহানের মৃত্যুর পর তদন্তে নেমে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য সামনে উঠে আসছে এখন ৷
#কলকাতা: গাড়ি দুর্ঘটনায় মডেল সোনিকা চৌহানের মৃত্যুর পর তদন্তে নেমে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য সামনে উঠে আসছে এখন ৷ কারণ শুধু পার্টিতে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের হাতে মদের গ্লাসই নয়, দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকেও পানীয়ের বোতল পাওয়া গিয়েছে বলে দাবি পুলিশের ৷
লেক মলের কাছে ভোররাতে দুর্ঘটনার পর গাড়িটির অবস্থা এতটাই খারাপ, যে তার ভিতরে ঢুকে ঠিকমতো পরীক্ষা-নিরীক্ষা চালাতে অসুবিধা হচ্ছিল ৷ কিন্তু গাড়ি নির্মাতার সংস্থার আধিকারিকদের সঙ্গে নিয়ে ফরেনসিক বিশেষজ্ঞরা গাড়িতে তল্লাশি চালালে গাড়ির পিছনের সিট থেকে একটি পানীয়ের বোতল পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর ৷ তবে পানীয়ের বোতলে মদ ছিল কী না, তা জানতে বোতলটিকে ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হবে।
advertisement
এদিকে ক্রমশই গাঢ় হচ্ছে রহস্যের বেড়াজাল ৷ অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের দুর্ঘটনাগ্রস্ত গাড়ির রেজিস্ট্রেশন নিয়েও এবার উঠছে একাধিক প্রশ্ন ৷ পুলিশি তদন্তে উঠে এসেছে অনেক নতুন তথ্য।
advertisement
মডেল - টয়োটা করোলা,নম্বর - WB 12C 9755 ৷ এই গাড়িটিকে কেন্দ্র করেই যত কাণ্ড ৷ বিক্রমের বাড়ি ও স্থায়ী ঠিকানা কসবা। কিন্তু বিক্রমের গাড়ির রেজিস্ট্রেশন অন্য ঠিকানায়। ২০১৪ সালে হাওড়ায় গাড়িটির প্রথম রেজিস্ট্রেশন করানো হয় । সেখানে ঠিকানা বনগাঁ স্টেশন রোড দেখানো হয়। অন্য ঠিকানায় গাড়ির রেজিস্ট্রেশন নিয়ে প্রশ্ন। অথচ হাওড়া থেকে 'নো অবজেকশন' নেওয়া হয়নি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 13, 2017 12:31 PM IST