Nawsad Siddique Diamond Harbour: ডায়মন্ড হারবারে অভিষেক বিরুদ্ধে লড়ছেন নওশাদ সিদ্দিকি? জানিয়ে দিলেন ISF নেতা নিজেই
- Reported by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
তৃণমূল রাজ্যের ৪২টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে ইতিমধ্যেই। বিজেপিও প্রথম দফায় বাংলার বেশ কয়েকটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আজ, বৃহস্পতিবার প্রথম তালিকা প্রকাশ্যে আসে। ১৬ জনের প্রার্থিতালিকায় ১৪ জন নতুন মুখ।
কলকাতা: নিজের কথা থেকে সরে এলেন নওশাদ সিদ্দিকী। ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়াচ্ছেন না তিনি। প্রথমে আইএসএফ চেয়েছিল ৪২টি আসনের মধ্যে ২০টি আসন। তারপর সেখান থেকে কমে জোটের স্বার্থে ১৪টি আসনের কথা বলে আইএসএফ। এবার সেখান থেকে আরও কমিয়ে ৮টি আসনে নেমে আসতে রাজি হয়েছে আইএসএফ। তবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে এর আগে ভোটে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করলেও, সেখান থেকে সরেই এলেন আইএসএফ চেয়ারম্যান।
তৃণমূল রাজ্যের ৪২টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে ইতিমধ্যেই। বিজেপিও প্রথম দফায় বাংলার বেশ কয়েকটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আজ, বৃহস্পতিবার বামেদের প্রথম তালিকা প্রকাশ্যে আসে। ১৬ জনের প্রার্থিতালিকায় ১৪ জন নতুন মুখ।
আইএসএফ সূত্রে খবর, জোটের স্বার্থে তাঁরা যাদবপুর কেন্দ্রটি বামেদের জন্য ছেড়ে দিতে চেয়েছিল। সূত্রের খবর, শর্ত ছিল যাদবপুর থেকে বিকাশরঞ্জন ভট্টাচার্যকেই প্রার্থী করতে হবে বামেদের। তালিকাপ্রকাশের পরে দেখা গেল সেখান থেকে প্রার্থী করা হয়েছে সৃজন ভট্টাচার্যকে। বেশ কিছুদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নানাভাবে আক্রমণ শানাচ্ছিলেন নওশাদ। ডায়মন্ডহারবার থেকে তিনি প্রার্থী হলে অভিষেক হারবেন বলেও বিশ্বাস ছিল তাঁর। তবে শেষমেষ কিন্তু তেমনটা হল না।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Mar 14, 2024 6:14 PM IST









