Jibankrishna Saha: জীবনকৃষ্ণ সাহা-র জন্য ষষ্ঠীর ফলপ্রসাদ নিয়ে এলেন স্ত্রী, আলিপুরে শুনানি দিনভর ঘটনাবহুল

Last Updated:

Jibankrishna Saha: বৃহস্পতিবার আলিপুর আদালতে পেশ করা হয় বড়ঞার অভিযুক্ত বিধায়ককে৷ এ দিন ছিল নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের দূর্নীতি মামলার শুনানি৷

জীবনকৃষ্ণ সাহা ফাইল ছবি
জীবনকৃষ্ণ সাহা ফাইল ছবি
কলকাতা: নিয়োগ দূর্নীতি মামলায় অভিযুক্ত তিনি৷ বড়ঞায় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে ঘিরে বৃহস্পতিবার তোলপাড় রইল আদালত চত্ত্বর৷ বৃহস্পতিবারই আলিপুর আদালতে পেশ করার কথা ছিল জীবনকৃষ্ণ সাহাকে৷ আর বৃহস্পতিবারই পড়েছে জামাইষষ্ঠী৷ সেই ষষ্ঠীর ফলপ্রসাদ জেলেই স্বামী জীবনকৃষ্ণের জন্য নিয়ে এসেছিলেন স্ত্রী৷ কিন্তু কী হল তারপর!
এক দিকে সারা বাংলা জুড়েই চলছে জামাইষষ্ঠীর আয়োজন৷ জামাই আদরের পাশাপাশি অনেক বাঙালি বাড়িতেই এদিন স্বামী, সন্তানের মঙ্গল কামনায় বিশেষ রীতি পালন করার অভ্যাস আছে৷ একটি তালপাতার পাখায় ফল, পাতা, দিয়ে ষষ্ঠীর কাছে পুজো সেরে সেই পাখার বাতাস করা হয়৷ পাশাপাশি ফল তুলে দেওয়া হয় প্রসাদ হিসাবে৷
আরও পড়ুন: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে ওটা কী পড়ে?…..খাবার খেয়ে অসুস্থ ছোট ছোট শিশু, তুমুল শোরগোল
ষষ্ঠীর পুজোর পর মঙ্গল কামনায় এই রীতি বাঙালি বাড়ির অংশ৷ সেই রীতি পালন করেছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জীবনকৃষ্ণ সাহার স্ত্রী৷
advertisement
advertisement
বৃহস্পতিবার আলিপুর আদালতে পেশ করা হয় বড়ঞার অভিযুক্ত বিধায়ককে৷ এ দিন ছিল নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের দূর্নীতি মামলার শুনানি৷ জীবনকৃষ্ণ ছাড়াও এদিন আদালতে পেশ করা হয় সুবীরেশ ভট্টাচার্য, প্রসন্ন রায়, প্রদীপ সিং, আলি ইমাম, শাহিদ ইমাম, কৌশিক ঘোষ ও সুব্রত সামন্ত রায়কেও৷
আদালতের শুনানিতে ভার্চুয়ালি অংশ নেন শান্তিপ্রসাদ সিনহা৷ কিন্তু শেষ পর্যন্ত জীবনকৃষ্ণ সাহার জন্য আনা প্রসাদ তাঁর কাছে পৌঁছে দিতে পারেননি স্ত্রী৷ পুলিশ সেই প্রসাদ দিতে অনুমতি দেয়নি৷
advertisement
আদালতের নির্দেশ মোতাবেক এখন আপাতত জেল হেফাজতেই থাকতে হবে সকলকে৷ আলিপুর আদালত বৃহস্পতিবার জানিয়েছেন, আগামী ১ জুন পর্যন্ত এঁরা সকলেই জেল হেফাজতে থাকবেন৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jibankrishna Saha: জীবনকৃষ্ণ সাহা-র জন্য ষষ্ঠীর ফলপ্রসাদ নিয়ে এলেন স্ত্রী, আলিপুরে শুনানি দিনভর ঘটনাবহুল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement