#কলকাতা: সোনা-বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে কার্যত ক্লিনচিট। শুল্ক দফতরের সিজার লিস্টে সোনার কোনও উল্লেখই নেই। নির্বাচন কমিশনের কাছে এই রিপোর্ট দিন উত্তর চব্বিশ পরগনার জেলা নির্বাচনী আধিকারিক। তার ফলে, কমিশনে বিরোধীদের আনা অভিযোগ অনেকটাই গুরুত্ব হারিয়ে ফেলল।
বিমানবন্দরে সোনা-বিতর্ক। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে জড়িয়ে গুরুতর অভিযোগ। ভোটের মুখে ফয়দা তুলতে তা নিয়ে ময়দানে নেমেছিল বাম ও বিজেপি। অভিষেককে সামনে রেখে টার্গেট করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিরোধীদের পালটা চ্যালেঞ্জ করেন অভিষেকও। সাংবাদিক সম্মেলন করে অভিষেক বলেন,‘‘২ কেজি কেন, ২ গ্রাম ছিল তা দেখান ৷’’
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্যকে পাল্টা খোঁচা দেন বিরোধীরা ৷ তবে বিরোধীদের তর্জন গর্জনই সার। সোনা-বির্তকে কার্যত ক্লিনচিট মিলল রিপোর্টেই।
ওই রিপোর্টে জানানো হয়েছে-
- শুল্ক দফতরের সিজার লিস্টে সোনার কোনও উল্লেখ নেই ৷
- কমিশনে রিপোর্ট দিয়েছেন উত্তর চব্বিশ পরগনা পুলিশ ও ডিইও ৷রিপোর্ট খতিয়ে দেখে তা পাঠানো হবে মুখ্য নির্বাচন কমিশনারের কাছেও। বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে তাঁর স্ত্রীকে জড়িয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা ইতিমধ্যেই দিল্লির দফতরে পাঠানো হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abhishek Banerjee, Elections 2019, Gold Siezed, Lok Sabha Election 2019, Rujira Banerjee, West Bengal Lok Sabha Elections 2019