স্বামীকে হারিয়ে অঙ্গদানের সিদ্ধান্ত স্ত্রীর, এই প্রথমবার ভিনরাজ্যে যাচ্ছে অঙ্গ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
হাসপাতাল কর্তৃপক্ষ ব্রেন ডেথ ঘোষণা করার জন্য বোর্ড গঠন করে। জানানো হয় রাজ্য স্বাস্থ্য দফতরকে। ছাড়পত্র আসতেই শুক্রবার ব্রেন ডেথ ঘোষণা করা হয়।
#কলকাতা: করোনা আবহে রাজ্যে ফের অঙ্গদান। এই প্রথম রাজ্য থেকে ভিনরাজ্যে যাবে ব্রেন ডেথ ঘোষণা করা মাঝবয়সি ব্যক্তির অঙ্গ। মল্লিকবাজারের বেসরকারি হাসপাতালে শুক্রবার উত্তরপাড়ার বাসিন্দা পীযুষ কান্তি ঘোষালের (৪৪) ব্রেন ডেথ হয়। সময় নষ্ট না করেই তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেন অঙ্গদানের মাধ্যমেই অন্য মানুষের শরীরে বেঁচে থাকুক তাঁদের প্রিয়জন। ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন পীযুষ।
এর পর হাসপাতাল কর্তৃপক্ষ ব্রেন ডেথ ঘোষণা করার জন্য বোর্ড গঠন করে। জানানো হয় রাজ্য স্বাস্থ্য দফতরকে। ছাড়পত্র আসতেই শুক্রবার ব্রেন ডেথ ঘোষণা করা হয়। হাসপাতাল সূত্রে খবর, পীযুষ বাবুর ফুসফুস যাবে হায়দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে। এসএসকেএম হাসপাতালে যাবে দু'টি কিডনি। কর্নিয়া যাবে অন্য একটি চক্ষু হাসপাতালে। পীযূষবাবুর অঙ্গ হায়দ্রাবাদের নিয়ে যাওয়ার জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করেছে সেখানকার বেসরকারি হাসপাতাল। ভোর চারটের মধ্যে গ্রিন করিডরের মাধ্যমে মল্লিকবাজারের হাসপাতাল থেকে বিমানবন্দরে যাবে ফুসফুস। একই সময়ে এসএসকেএম হাসপাতাল পৌঁছবে কিডনি।
advertisement
পীযূষবাবুর দাদা পার্থসারথী ঘোষাল জানিয়েছেন, গত এপ্রিল মাস থেকেই মাথা যন্ত্রণায় ভুগছেন তাঁর ভাই। তখন সিটি স্ক্যান করা হলেও কিছু ধরা পড়েনি। পরবর্তীতে বৃহস্পতিবার মাথার যন্ত্রণা ও পীঠে ব্যথা খুব বেড়ে যায়। শরীর আচ্ছন্ন হয়ে আসতে থাকে। সেই অবস্থায় তাঁকে এই বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে ভর্তির পর থেকেই চিকিৎসায় তেমন সাড়া দিচ্ছিলেন না পীযূষবাবু। হাসপাতাল জানায় মাথায় টিউমারের কথা। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হতেই ব্রেন ডেথ ঘোষণা করার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরিবারের মতামত চাওয়া হয়। প্রথমে সম্মতি দেন তাঁর স্ত্রী। পার্থবাবু বলেন, "ভাই বউ অঙ্গদানের সিদ্ধান্ত নিতেই তাতে আমরা সম্মতি দিই। ভাই আর ফিরবে না। কিন্তু ওর জন্য কেউ বাঁচবে। তাতেই আমরা মনে করব ভাই বেঁচে আছে।"
advertisement
advertisement
হাসপাতাল সূত্রে খবর, আজ রাত ১১টার পর থেকে অস্ত্রোপচার শুরু হবে। পীযুষবাবুর দেহ থেকে অঙ্গ বের করা হবে। ভোর ৪টের সময় বিশেষ বিমানে অঙ্গ নিয়ে যাওয়া হবে হায়দ্রাবাদের বেসরকারি হাসপাতালে। সেখান থেকে ইতিমধ্যেই ছয় সদস্যের চিকিৎসকদের একটি দল কলকাতায় পৌঁছে গিয়েছেন।
Sujoy Pal
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 23, 2020 9:47 PM IST