গাড়ি দুর্ঘটনায় মৃত্যু সোনিকা চৌহানের, কেন জনপ্রিয় ছিলেন তিনি?

Last Updated:

খুব অল্প বয়সেই সাফল্য আর খ্যাতিতে ভরে উঠেছিল মডেল-অ্যাঙ্কার সোনিকার ঝুলি ৷

#কলকাতা: ছোট থেকেই গাড়ি আর স্পিড এই দুটো জিনিসের প্রতিই তীব্র আকর্ষণ অনুভব করতেন সোনিকা সিং চৌহান ৷ খুব অল্প বয়সেই সাফল্য আর খ্যাতিতে ভরে উঠেছিল মডেল-অ্যাঙ্কার সোনিকার ঝুলি ৷ প্রতিভাবান এই সুন্দরীর সম্ভাবনাময় জীবনে মাত্র আঠাশেই পড়ে গেল যতিচিহ্ন ৷
শনিবার ভোরে লেক মলের সামনে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় সোনিকা চৌহানের ৷ অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে ফিরছিলেন তিনি ৷ রাসবিহারী মোড়ের কাছে বিক্রমের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাডারে ধাক্কা মেরে ফুটপাতে উঠে উল্টে যায় ৷ ঘটনাস্থলেই মারা যান সোনিকা ৷ আহত টলি তারকা বিক্রম হাসপাতালে চিকিৎসাধীন ৷
জাতীয় স্তরের মডেল। সুপার স্পোর্টস কারের ভক্ত। সুপার কার ও সুপার বাইক নিয়ে প্রবল উৎসাহ ছিল সোনিকার। সেই সূত্রেই জাতীয় স্তরের স্পোর্টস ইভেন্টগুলিতে অ্যাঙ্কারের ভূমিকায় দেখা যেত তাঁকে। নিজেও অংশ নিয়েছেন সুপার কার রালিতে।  গাড়ি চালানোর সময় সচেতনা নিয়েও প্রচারের অন্যতম মুখ ছিলেন সোনিকা।
advertisement
advertisement
মহানগরেই বাড়ি সোনিকার ৷ ছোটবেলা থেকেই মেধাবী ছাত্রী সোনিকা পড়াশুনার পাশাপাশি নাচ-গান-খেলাতেও সমান পারদর্শী ছিলেন ৷ লা মার্টিনিয়ার গার্লস স্কুল থেকে পাশ করার পর স্নাতকস্তরে ভর্তি হন মাউন্ট কারমেল কলেজে ৷
ছবি সোনিকার ট্যুইটার থেকে সংগৃহীত ছবি সোনিকার ট্যুইটার থেকে সংগৃহীত
advertisement
মডেলিং কেরিয়ারের শুরু থেকেই দেশি-বিদেশি নামীদামী ব্যান্ডের ফেস ছিলেন তিনি ৷ ২০১৩ সালের মিস ইন্ডিয়া কনটেস্টের ফাইনাল রাউন্ডের প্রতিযোগী ছিলেন এই সুন্দরী সুপার মডেল ৷ একটি আন্তর্জাতিক স্পোর্টস চ্যানেলের হয়ে দীর্ঘদিন অ্যাঙ্কারিং করেছেন তিনি ৷ প্রো কবাডি লিগের দুটি সিজন উপস্থাপনাও করেছেন সোনিকা ৷
ছবি সোনিকার ট্যুইটার থেকে সংগৃহীত ছবি সোনিকার ট্যুইটার থেকে সংগৃহীত
advertisement
বিভিন্ন সময় বহু তারকার সঙ্গে তাঁর সম্পর্কের গুজবে উত্তাল হয়েছে গসিপ কলাম ৷ সাহেব ভট্টাচার্য, বিক্রম চট্টোপাধ্যায়, রুক্মিণী মৈত্রের মত জনপ্রিয় টলি তারকাদের খুব কাছের বন্ধু ছিলেন সোনিকা ৷ তাঁর আচমকা এভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না কেউই ৷
advertisement
ছবি সোনিকার ট্যুইটার থেকে সংগৃহীত ছবি সোনিকার ট্যুইটার থেকে সংগৃহীত
বহু বিউটি পেজেন্ট বিজয়ী সোনিকাকে একবার একটি বিউটি কনটেস্টের ফাইনাল রাউন্ডে জিজ্ঞাসা করা হয়েছিল, প্রতিযোগিতাটি জিতে গেলে তিনি কি করবেন ৷ প্রাণচঞ্চল এই তরুণীর থেকে উত্তর এসেছিল- ‘একটা গাড়ি কিনব’৷ কারণ গতি তাঁর খুব প্রিয় ৷ আজ সেই গতির বলি মাত্র বছর আঠাশের সোনিকা ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
গাড়ি দুর্ঘটনায় মৃত্যু সোনিকা চৌহানের, কেন জনপ্রিয় ছিলেন তিনি?
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement