Egg Price Hike: শীত বাড়তেই চড়চড়িয়ে বাড়ছে ডিমের দাম! পকেটে টান সাধারণের! কেন হচ্ছে এমন? যা জানা গেল

Last Updated:

Egg Price Hike in Kolkata Today: শীতের শুরুতেই কলকাতা, দিল্লি, মুম্বই, পটনা, রাঁচি-সহ বহু শহরে ডিমের দাম ৮-৯ টাকায় পৌঁছেছে! চাহিদা, উৎপাদন কম, পরিবহণ খরচ ও পোলট্রি কর্মীদের ন্যায্য দামই মূল কারণ?

শীত বাড়তেই চড়চড়িয়ে বাড়ছে ডিমের দাম! পকেটে টান সাধারণের! কেন হচ্ছে এমন? যা জানা গেল Representative Image
শীত বাড়তেই চড়চড়িয়ে বাড়ছে ডিমের দাম! পকেটে টান সাধারণের! কেন হচ্ছে এমন? যা জানা গেল Representative Image
শীত পড়তেই কেন এক লাফে ৮ থেকে ৯ টাকায় পৌঁছল ডিমের দাম—এই প্রশ্ন এখন প্রায় সর্বত্র। কলকাতা থেকে দিল্লি, মুম্বই, পটনা, রাঁচি—দেশের অধিকাংশ শহরেই ডিমের দাম বেড়ে ৮ থেকে সাড়ে ৮ বা কোথাও ৯ টাকায় ঠেকেছে। যেখানে সাধারণত এক পিস ডিমের দাম ছিল ৭ টাকা, সেখানে শীতের শুরুতেই এই বাড়তি চাপ পড়েছে সাধারণ মানুষের পকেটে।
পোলট্রি ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের মতে, এই মূল্যবৃদ্ধি হঠাৎ করে হয়নি। গত অগস্ট-সেপ্টেম্বরের তুলনায় ডিসেম্বরে ডিমের দাম বেড়েছে প্রায় ২৫ থেকে ৫০ শতাংশ। গত বছর ডিমের জোগান কম ছিল, তার জেরে বাজারে সরবরাহে টান পড়ে। এ বছর সেই পরিস্থিতির প্রভাবের পাশাপাশি পশুপালকদের ক্রয়মূল্য সংশোধনও বড় কারণ হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে পোলট্রির সঙ্গে যুক্ত কর্মীরা ডিমের ন্যায্য দাম পাচ্ছিলেন না। চলতি বছরে সেই ঘাটতি কিছুটা হলেও মেটানো হয়েছে।
advertisement
advertisement
Representative Image
এর পাশাপাশি শীতের মরসুমে ডিমের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে ডিসেম্বরে কেক ও বেকারি সামগ্রীর জন্য ডিমের ব্যবহার অনেকটাই বাড়ে। অন্য দিকে, ঠান্ডার কারণে ডিমের উৎপাদন কিছুটা কমে যাওয়াতেই চাহিদা-জোগানের ভারসাম্য নষ্ট হয়েছে।
advertisement
উত্তর প্রদেশের বাজারে তার স্পষ্ট প্রভাব দেখা যাচ্ছে। প্রতিদিন সেখানে সাড়ে পাঁচ থেকে ছয় কোটি ডিমের প্রয়োজন পড়ে। এর মধ্যে সাড়ে তিন থেকে চার কোটি ডিম রাজ্যের বাইরে থেকে আনতে হয়। পরিবহণ ও অতিরিক্ত খরচ যোগ হওয়ায় খুচরো বাজারে এক পিস ডিমের দাম বেড়ে হয়েছে ৮ থেকে ১০ টাকা, যদিও হোলসেল বাজারে দাম রয়েছে সাড়ে সাত টাকার আশপাশে।
advertisement
ওয়াকিবহাল মহলের অনুমান, জানুয়ারি মাসে ডিমের দাম আরও বাড়তে পারে। প্রতি ডিমে ১৫ থেকে ২০ পয়সা পর্যন্ত মূল্যবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে জানুয়ারিতে এক পিস ডিমের দাম সাড়ে আট টাকা ছুঁতে পারে। তবে ফেব্রুয়ারি থেকে দাম কিছুটা কমার সম্ভাবনাও থাকছে।
পোলট্রি ব্যবসায়ীদের দাবি, বর্তমান দামকে অত্যধিক বলা ঠিক নয়। Poultry Federation of India-এর সভাপতি রণপাল ধান্ধা জানিয়েছেন, এই দাম পোলট্রি কর্মীদের কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। তাঁর বক্তব্য, মুরগির খাবারের দাম প্রতি বছর বাড়লেও দীর্ঘদিন ডিমের দাম বাড়েনি। লাভ না হওয়ায় বহু পোলট্রি ফার্ম বন্ধ হয়ে যায়, যার প্রভাব পড়ে জোগানে। দাম স্থিতিশীল না হলে ভবিষ্যতে ডিমের সংকট আরও বাড়বে এবং তখন আরও বেশি দামে ডিম কিনতে হতে পারে।
advertisement
অন্যদিকে, National Egg Coordination Committee-র তথ্য অনুযায়ী, দেশের মধ্যে নামাক্কাল ও হোসপেটে এখনও ডিমের দাম তুলনামূলক কম। সেখানে ১০০টি ডিমের দাম ৬৪০ থেকে ৬৪৫ টাকার মধ্যে ঘোরাফেরা করছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Egg Price Hike: শীত বাড়তেই চড়চড়িয়ে বাড়ছে ডিমের দাম! পকেটে টান সাধারণের! কেন হচ্ছে এমন? যা জানা গেল
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement