কানাডার টরন্টোতে একই সপ্তাহে খুন দুই ভারতীয় ছাত্র! কেন? কারা ছিলেন ওই দু'জন? বাড়ছে উদ্বেগ

Last Updated:

টরন্টোতে একই সপ্তাহে শিবাঙ্ক অবাস্থি ও হিমাংশী খুরানা খুন হয়েছেন। প্রবাসী ভারতীয়দের মধ্যে উদ্বেগ! জননিরাপত্তা নিয়ে প্রশ্ন! পুলিশ তদন্ত করছে।

টরন্টোতে শিবাঙ্ক ও হিমাংশী খুনে প্রবাসী ভারতীয়দের উদ্বেগ
টরন্টোতে শিবাঙ্ক ও হিমাংশী খুনে প্রবাসী ভারতীয়দের উদ্বেগ
কানাডার টরন্টো শহরে এক সপ্তাহের ব্যবধানে খুন হলেন দুই ভারতীয়। নিহতরা হলেন শিবাঙ্ক অবাস্থি ও হিমাংশী খুরানা। পৃথক দুটি ঘটনায় তাঁদের মৃত্যু হয়েছে। এই ঘটনার জেরে প্রবাসী ভারতীয় মহলে উদ্বেগ তৈরি হয়েছে এবং কানাডায় জননিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে।
নিহত শিবাঙ্ক অবাস্থি টরন্টোর স্কারবরো এলাকায় অবস্থিত ইউনিভার্সিটি অব টরন্টোর ছাত্র ছিলেন। অন্যদিকে, হিমাংশী খুরানা ছিলেন টরন্টোভিত্তিক এক ভারতীয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর। কানাডার পুলিশ দুটি ঘটনাকেই খুনের মামলা হিসেবে তদন্ত করছে।
why two Indian Students killed In Canada Toronto Within A Week Who Were They investigation going on
advertisement
advertisement
শিবাঙ্ক অবাস্থি, বয়স মাত্র ২০ বছর, চলতি সপ্তাহে ইউনিভার্সিটি অব টরন্টো স্কারবরো ক্যাম্পাসের কাছে গুলিবিদ্ধ হয়ে মারা যান। টরন্টো পুলিশ জানায়, ২৩ ডিসেম্বর দুপুর সাড়ে তিনটে নাগাদ হাইল্যান্ড ক্রিক ট্রেল ও ওল্ড কিংস্টন রোড সংলগ্ন এলাকায় একটি জঙ্গলের ধারে এক ব্যক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখার খবর আসে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় শিবাঙ্ককে উদ্ধার করে, তবে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
advertisement
পুলিশ জানিয়েছে, ঘটনাটি খুনের মামলা হিসেবে দেখা হচ্ছে এবং পুলিশ পৌঁছনোর আগেই সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়। এখনও পর্যন্ত অভিযুক্তের কোনও বর্ণনা প্রকাশ করা হয়নি। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শিবাঙ্ক ইউনিভার্সিটি অব টরন্টো স্কারবরোর তৃতীয় বর্ষের লাইফ সায়েন্সেসের ছাত্র ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের চিয়ারলিডিং টিমেরও সদস্য ছিলেন। ইনস্টাগ্রামে তাঁকে শ্রদ্ধা জানিয়ে টিমের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি ছিলেন একজন সহযোগী সতীর্থ, যিনি সকলের মুখে হাসি ফোটাতেন।
advertisement
ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাময়িকভাবে ‘শেল্টার-ইন-প্লেস’ নির্দেশ জারি করেছিল। যদিও পরে পুলিশ জানায়, এলাকায় কোনও সক্রিয় বন্দুকবাজের আশঙ্কা নেই এবং সন্ধ্যা সাড়ে ছ’টার মধ্যে সেই নির্দেশ তুলে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলটি জঙ্গলের মধ্যে হওয়ায় সেখানে নিরাপত্তা ক্যামেরা না থাকায় তদন্তে কিছুটা অসুবিধা হচ্ছে। তবে প্রমাণ সংগ্রহের কাজ চলছে। টরন্টোয় ভারতের কনসুলেট শিবাঙ্কের মৃত্যুকে ‘গভীর দুঃখজনক’ বলে উল্লেখ করে জানিয়েছে, তারা মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সবরকম সাহায্য করা হচ্ছে।
advertisement
অন্যদিকে, পৃথক এক ঘটনায় টরন্টোয় খুন হয়েছেন হিমাংশী খুরানা। বয়স ৩০ বছর। পুলিশ জানিয়েছে, নিখোঁজ হওয়ার পর তাঁর খোঁজ চলছিল। পরে একটি আবাসনের ভিতর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। এই ঘটনাটিও খুন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
কানাডার টরন্টোতে একই সপ্তাহে খুন দুই ভারতীয় ছাত্র! কেন? কারা ছিলেন ওই দু'জন? বাড়ছে উদ্বেগ
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement