মেয়র পদে জয়ী হয়ে যেই কাজগুলো করতে চান ফিরহাদ হাকিম...
Last Updated:
#কলকাতা: কলকাতার নতুন মেয়র হলেন ফিরহাদ হাকিম ৷ সোমবার ছিল নির্বাচন ৷ ফিরহাদ হাকিমের জয় আগে থেকেই একপ্রকার নিশ্চিত ছিল ৷ এই জয়ে তিনি খুশি জানিয়েছেন ফিরহার হাকিম, সঙ্গে এটাও বলছেন যে এবার তাঁর কাজের দায়িত্ব আগের থেকে আরও বেড়ে গেল ৷ শহরকে সুন্দর রাখার চেষ্টা করবেন বলেও জানালেন নতুন মেয়র ৷
জয়ের পর পরই তাঁর ঘোষণা যে গাছ লাগালে করছাড় মিলবে ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন যে জলাশয় রক্ষাতেও মিলবে করছাড় ৷ শহরে দূষণের মাত্র বাড়ছে ৷ দূষণরোধে কাজ করবেন ফিরহাদ ৷ বর্ষাকালে বেহালায় জল জমার যে সমস্যায় ভোগেন মানুষজন, তা সমাধানের চেষ্টা করবেন তিনি ৷ রাস্তা, ব্রিজ ভাঙা দেখলে সরাসরি তাঁকে হোয়াটসঅ্যাপ করতে বলেছেন কলকাতার নতুন মেয়র ৷ মেয়রকে হোয়াটসঅ্যাপ করতে হবে ৯৮৩০০৩৭৪৯৩ নম্বরে ৷
advertisement
আরও পড়ুন কলকাতার নতুন মেয়র হলেন ফিরহাদ হাকিম
advertisement
পাশাপাশি যারা নতুন মেয়রের সঙ্গে দেখা করতে আসবেন, তাদের উদ্দেশ্যে ফিরহাদের বার্তা যে কোন রকম ফুল মিষ্টি না এনে যেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সেই টাকা দিয়ে দেন ৷ এছাড়াও মুখ্যমন্ত্রী নির্দেশে যে ধুতি পরে তিনি শপথ নেবেন, তাও জানিয়েছেন নতুন মেয়র ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 03, 2018 5:11 PM IST