তাপপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের জোগান! CESE-র চাহিদায় সর্বকালীন রেকর্ড
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
গতকাল CESC’র সর্বোচ্চ চাহিদা ছিল ২৫২৪ মেগাওয়াট –এটাও সর্বকালীন রেকর্ড।
কলকাতা: বিদ্যুৎ উন্নয়ন ভবনে প্রতিটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলির ‘তাৎক্ষণিক যোগাযোগ ব্যবস্থা’ পর্যবেক্ষণ ও আলোচনা করলেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তরের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস, বিদ্যুৎ দফতরের সচিব শান্তনু বসু, পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের সিএমডি পি ভি সেলিম ও অন্যান্য সর্বোচ্চ আধিকারিকরা।
তীব্র তাপপ্রবাহ চলছে সারা বাংলাজুড়ে। সেই সঙ্গে উত্তরোত্তর বাড়ছে বিদ্যুতের চাহিদা। স্বাধীনতা পরবর্তী সময় বাংলায় ১৮ই এপ্রিল ২০২৩ মঙ্গলবার বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ৯০২৪ মেগাওয়াট। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে জানানো হয় মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রেকর্ড চাহিদা পূরণ করে বাংলার ২ কোটি ২২ লক্ষ গ্রাহকদের সুষ্ঠুভাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে আমরা সক্ষম হয়েছি। এটা এখন পর্যন্ত স্বাধীনত্তোর বাংলায় সর্বকালীন রেকর্ড।
advertisement
আরও পড়ুন - 'বিজেপিতে ছিলাম-আছি-থাকব', জল্পনা শেষে জানিয়ে দিলেন মুকুল রায়! তৃণমূলে যোগের কারণও 'ফাঁস'
advertisement
আরও পড়ুন - নিয়োগ দুর্নীতির মধ্যেই সারদা, রোজভ্যালি নিয়ে বিরাট নির্দেশ হাই কোর্টের! তোলপাড় বাংলা
পূর্ববর্তী রেকর্ড ছিল ২০২২ সালের ১৭ ই আগস্ট, ৭৮৩২ মেগাওয়াট। বিদ্যুৎ উৎপাদন (WBPDCL), সংবহন (WBSETCL) এবং বণ্টন (WBSEDCL)-এই তিনটি সংস্থা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করে ১৮ এপ্রিল ২০২৩ এর বিদ্যুতের এই রেকর্ড পরিমাণ চাহিদাকে মিটিয়ে গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হয়েছে। এছাড়াও গতকাল CESC’র সর্বোচ্চ চাহিদা ছিল ২৫২৪ মেগাওয়াট –এটাও সর্বকালীন রেকর্ড।
advertisement
অনেক সময়েই ওভারলোডিংয়ের কারণে ট্রান্সফর্মার পুড়ে যাচ্ছে, যান্ত্রিক গোলযোগের কারণেও বিদ্যুত্ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। সোমবার যোধপুর পার্ক, হরিদেবপুর,বেলঘড়িয়া এবং দক্ষিণেশ্বরে ওভারলোডিংয়ের ফলে ট্রান্সফর্মার পুড়ে যাওয়া ও যান্ত্রিক গোলযোগের কারণে কিছু কিছু গ্রাহকদের সামান্য সময়ের জন্য বিদ্যুত্ সরবরাহ বিঘ্নিত হয়েছিল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 19, 2023 5:24 PM IST