Posting scam: টাকার বদলে বদলি! ৩৪৪ জনের মধ্যে মুর্শিদাবাদেরই ১৫৩, চলতি সপ্তাহে তলব সিবিআইয়ের
- Published by:Satabdi Adhikary
- Written by:Arpita Hazra
Last Updated:
চলতি সপ্তাহে প্রতি জেলা থেকে ধাপে ধাপে সব শিক্ষক শিক্ষিকারা নিজাম প্যালেসে আসবেন বলে জানা গিয়েছে। তাঁরা প্রত্যেকেই ডিআই অফিস থেকে সিবিআইয়ের চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন। মুর্শিদাবাদ, হুগলি সহ বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা এসেছিলেন গত সোমবার। সিবিআই সূত্রে খবর, চলতি সপ্তাহে এই ভাবে ৩৪৪ জনকে তলব করা হয়েছে পোস্টিং দুর্নীতি তদন্তে।
কলকাতা: পোস্টিং দুর্নীতি কাণ্ডে ৩৪৪ জন শিক্ষকের মধ্যে মুর্শিদাবাদ জেলার ১৫৩ জন শিক্ষক শিক্ষিকাকে তলব করল CBI৷ চলতি সপ্তাহেই তাঁদের তলব করা হয়েছে বলে সূত্রের খবর। মঙ্গলবার ফের নিজাম প্যালেসে হাজির হন ৪০ জন শিক্ষক ও শিক্ষিকা। এদিন মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা সহ বিভিন্ন জেলা থেকে নিজাম প্যালেসে আসেন ওই শিক্ষক-শিক্ষিকারা। পোস্টিং দুর্নীতি কাণ্ড সূত্রের জিজ্ঞাসাবাদ করে তাঁদের বয়ান রেকর্ড করা হবে বলে সূত্রের খবর।
পোস্টিং দুর্নীতি কাণ্ডে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপরে গত সোমবারই স্থগিতাদেশ জারি করেছে শীর্ষ আদালত৷ তবে সিবিআই সূত্রের খবর, পোস্টিং দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের কোনও অর্ডার কপি এখনও হাতে পায়নি সিবিআই। তাই আপাতত জিজ্ঞাসাবাদ ও তলব জারি থাকবে। সুপ্রিম কোর্টের অর্ডার কপি হাতে না আসা পর্যন্ত পূর্বের নোটিস অনুসারে জিজ্ঞাসাবাদ চলবে নিজাম প্যালেসে। কারণ, হাইকোর্টের নির্দেশ অনুসারেই এই পোস্টিং দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই।
advertisement
আরও পড়ুন: মানুষ টানতে সেই ‘খেলা হবে’ স্লোগান! জমিয়ে তৃণমূলের প্রচার শুরু ধূপগুড়িতে
চলতি সপ্তাহে প্রতি জেলা থেকে ধাপে ধাপে সব শিক্ষক শিক্ষিকারা নিজাম প্যালেসে আসবেন বলে জানা গিয়েছে। তাঁরা প্রত্যেকেই ডিআই অফিস থেকে সিবিআইয়ের চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন। মুর্শিদাবাদ, হুগলি সহ বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা এসেছিলেন গত সোমবার। সিবিআই সূত্রে খবর, চলতি সপ্তাহে এই ভাবে ৩৪৪ জনকে তলব করা হয়েছে পোস্টিং দুর্নীতি তদন্তে।
advertisement
advertisement
সিবিআই সূত্রে খবর, হাইকোর্টর নির্দেশ অনুসারে সিবিআই এবার সেসব শিক্ষকদের তলব করেছে, যাঁদের বিরুদ্ধে টাকার বিনিময়ে পছন্দর জেলায় পোস্টিং নেওয়ার অভিযোগ উঠেছে। কার নির্দেশে সেই টাকা দেওয়া হয়েছিল? কীভাবে পোস্টিং? পছন্দ জেলায় পোস্টিং পেতে কত টাকা দিতে হয়েছে? এজেন্ট মারফত জমা না সরাসরি? এর পিছনে মূল মাথা কারা? অভিযুক্তদের কাছ থেকে সিবিআই সেই সব কথা জানতে চেয়েছে বলে সূত্রের খবর৷
advertisement
ARPITA HAZRA
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
August 23, 2023 11:19 AM IST