SSKM Hospital: এ বার ফের টাটার সঙ্গে চুক্তি বদ্ধ হতে চলেছে রাজ্য, বড় পরিকল্পনা রাজ্যের

Last Updated:

SSKM Hospital:টাটার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে হবে এই ক্যান্সার হাব৷

এসএসকেএম হাসপাতালের প্রতীকী ছবি
এসএসকেএম হাসপাতালের প্রতীকী ছবি
কলকাতা: ফের টাটার সঙ্গে চুক্তিবদ্ধ হতে চলেছে রাজ্য সরকার৷ এসএসকেএম হাসপাতালের এ বার ক্যান্সার হাব হিসাবে তৈরি করা হবে৷ আর সেই কাজই করা হবে টাটার সঙ্গে৷ স্টেট অফ দ্যা আর্ট হবে এসএসকেএম-এ৷ টাটার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে হবে এই ক্যান্সার হাব৷ পাশাপাশি, ৫০ জন চোখের চিকিৎসক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷
এর আগে মার্চ মাসেই খবর এসেছিল, রাজ্যে কয়েকশো কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে টাটা গোষ্ঠী৷ জামশেদপুর থেকে খড়্গপুরে টাটার কারখানে নিয়ে আসা হয়েছে৷ সেখানেই বেশ কিছু উৎপাদনও শুরু হয়৷ টাটার সেই আগমকে রাজ্যের শিল্পবান্ধব পরিস্থিতি হিসাবেই বিবেচনা করা হচ্ছে৷
advertisement
টাটা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে বহুবার৷ সিঙ্গুরের টাটার ন্যানো কারখানাকে কেন্দ্র করে জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলন গড়ে উঠেছিল৷ সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সময় টাটারা কারখানা তৈরি মাঝ পথে থামিয়েই রাজ্য থেকে বিদায় নেয়৷ সেই নিয়ে শিল্প বিরোধী বলে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ায় বিরোধীরা৷ কিন্তু ক্রমে টাটার একাধিক ক্রমে বিভিন্ন বিনিয়োগে সেই বিরোধী মতের বিরুদ্ধ অবস্থান তৈরি করেছে রাজ্যও৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSKM Hospital: এ বার ফের টাটার সঙ্গে চুক্তি বদ্ধ হতে চলেছে রাজ্য, বড় পরিকল্পনা রাজ্যের
Next Article
advertisement
Vikram Bhatt Arrest: ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ, শ্যালিকার বাড়ি থেকে গ্রেফতার পরিচালক বিক্রম ভাট!
৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ, শ্যালিকার বাড়ি থেকে গ্রেফতার পরিচালক বিক্রম ভাট!
  • প্রতারণা মামলায় গ্রেফতার পরিচালক বিক্রম ভাট৷

  • ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ৷

  • শ্যালিকার বাড়ি থেকে গ্রেফতার পরিচালক৷

VIEW MORE
advertisement
advertisement