রাজ্যের মুকুটে নতুন পালক! ফের স্কচ অ্যাওয়ার্ডে ভূষিত হল রাজ্য, একাধিক পুরস্কারে স্বীকৃতি
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
এক আগে মে মাসে শিক্ষায় স্বীকৃতি পায় রাজ্য। স্টার অব গভর্নেন্স- স্কচ "অ্যাওয়ার্ড পায় রাজ্যের শিক্ষা দফতর।
#কলকাতা: ফের স্কচ অ্যাওয়ার্ডের স্বীকৃতি পেল রাজ্য। বনদফতর, মাদ্রাসা ও সংখ্যালঘু উন্নয়ন দফতর এবং বাঁকুড়া জেলা পৃথক পৃথক ক্যাটাগরিতে স্কচ আওয়ার্ডে স্বীকৃতি পেল। রাজ্য বন দফতর স্কচ অ্যাওয়ার্ডের প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড পেয়েছে। ‘যৌথ বন অভিযান’ ক্যাটাগরিতে এই স্বীকৃতি পেয়েছে রাজ্যের বন দফতর। বাঁকুড়া জেলা ‘অপারেশন পুষ্টি’ প্রকল্পের জন্য সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে। রাজ্য মাদ্রাসা ও সংখ্যালঘু উন্নয়ন দফতর ‘ঐক্যশ্রী স্কলারশিপ’-এর জন্য গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে।
advertisement
এক আগে মে মাসে শিক্ষায় স্বীকৃতি পায় রাজ্য। স্টার অব গভর্নেন্স- স্কচ "অ্যাওয়ার্ড পায় রাজ্যের শিক্ষা দফতর। ১৮ জুন নয়াদিল্লিতে এই সম্মান তুলে দেওয়া হয় রাজ্যকে। সে বার সারা দেশের সবকটি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা প্রথম স্থান অধিকার করেছে "স্কচ স্টেট অফ গভর্নেন্স রিপোর্ট ২০২১" এই ক্যাটাগরিতে। তার জন্যই এই সম্মান দেওয়া হয়েছে রাজ্যের শিক্ষা দফতরকে। রাজ্যের শিক্ষা দফতর ২০২১ সালের কাজের জন্য এই সম্মান পেয়েছিল। মূলত বিভিন্ন ফিল্ড রিপোর্ট, বুনিয়াদি শিক্ষা, রাজ্যের শিক্ষা নিয়ে ফিডব্যাকের ওপর নির্ভর করে এই সম্মান দেওয়া হচ্ছে।
advertisement
তার আগেও রাজ্য একাধিক বিভাগে কাজের জন্য স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে। রাজ্যের অর্থ দফতর থেকে শুরু করে নারী ও শিশু কল্যাণ দফতরও পেয়েছে এই স্কচ আওয়ার্ড।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 13, 2022 11:39 PM IST