West Bengal Board of Primary Education: নথি সংরক্ষণে আরও কড়াকড়ি! নিয়োগ মামলায় গোপনীয়তায় জোর প্রাথমিক শিক্ষা পর্ষদের
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
য়োগের যাবতীয় নথি সংরক্ষণ নিয়ে অত্যন্ত সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০১৬-এর নিয়োগের যাবতীয় নথি সংরক্ষণ করতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে চিঠি । প্রত্যেকটি জেলার ডিপিএসসি চেয়ারম্যানদের চিঠি দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব
কলকাতা: নিয়োগের যাবতীয় নথি সংরক্ষণ নিয়ে অত্যন্ত সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০১৬-এর নিয়োগের যাবতীয় নথি সংরক্ষণ করতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে চিঠি । প্রত্যেকটি জেলার ডিপিএসসি চেয়ারম্যানদের চিঠি দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব।
এই প্রসঙ্গে এক আধিকারিক জানান, “অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সব নথি সংরক্ষণ করে রাখতে হবে। অনুমতি ছাড়া কোন নথি কাউকে দেওয়া যাবে না।” ২০১৬ এর নিয়োগ নথি সংরক্ষণ নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের চিঠি বিভিন্ন জেলার ডিপিএসসি চেয়ারম্যানদের।

advertisement
জারি হওয়া সেই নির্দেশিকা
advertisement
বর্তমানে এই নিয়োগ প্রক্রিয়া বিচারাধীন রয়েছে। ২০১৬ তে নিয়োগ প্রক্রিয়া বিভিন্ন জেলা ডিপিএসসি অফিস মারফত হয়েছিল। তাই প্রত্যেকটি জেলায় নিয়োগ-নথি থাকবে। সেই কারণেই এই চিঠি প্রাথমিক শিক্ষা পর্ষদের বলেই পর্ষদ সূত্রে খবর। জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত সব নথি সংরক্ষণ করে রাখতে হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 13, 2025 11:36 AM IST










