আদালতের গেরোয় পঞ্চায়েত ভোট, গণনার দিনও আপাতত স্থগিত
Last Updated:
আদালতের গেরোয় পঞ্চায়েত ভোট ৷ গণনার দিনও আপাতত স্থগিত ৷
#কলকাতা: আদালতের গেরোয় পঞ্চায়েত ভোট ৷ গণনার দিনও আপাতত স্থগিত ৷ আগামীকাল, বুধবার ভোট গণনার বিজ্ঞপ্তি জারির কথা ছিল ৷ মঙ্গলবার হাইকোর্টের রায়ের পর সেই প্রক্রিয়া আপাতত স্থগিত ৷ ৪ মে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি হবে ৷ ডিভিশন বেঞ্চের রায়ের পরেই গণনার দিন ঘোষণা হবে ৷
পঞ্চায়েত নির্বাচন মামলায় গুরুত্বপূর্ণ মোড়। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না করেই ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয় বাম, কংগ্রেস ও পিডিএস। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ জানিয়েছে নির্বাচনের প্রস্তুতিতে নির্বাচন কমিশনের ভূমিকা সমর্থনযোগ্য নয়। এই পরিস্থিতিতে বিচারপতি সুব্রত তালুকদারের সিঙ্গল বেঞ্চ ভোট নিয়ে সিদ্ধান্ত ছেড়েছেন ডিভিশন বেঞ্চের হাতে। ৪ মে ডিভিশন বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি। নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য সাংবিধানিক প্রশ্নের উত্তরে ডিভিশন বেঞ্চ যদি সন্তুষ্ট না হন এবং যদি আদালত মনে করে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা নেওয়া যায়নি, তবে বাতিল হয়ে যেতে পারে ১৪ মে ভোটের প্রস্তাব।
advertisement
ভোটের জন্য কমিশন ঘোষিত দিনে যদি নির্বাচন বাতিল করে দেয় ডিভিশন বেঞ্চ, সেক্ষেত্রে আদালতই ঠিক করবে কবে হবে নির্বাচন। এদিন সিঙ্গল বেঞ্চ তার পর্যবেক্ষণে যা জানিয়েছে, তাতে ১৪ মে-কে প্রস্তাবিত ভোটের দিন হিসেবে বর্ণনা করা হয়েছে। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশে ফের নির্বাচনের তারিখ নিয়ে তৈরি হল অনিশ্চয়তা।
advertisement
আরও একবার আদালতে ধাক্কা খেল নির্বাচন কমিশন। নিরাপত্তার বিস্তারিত ব্যবস্থার রিপোর্ট চার তারিখ ডিভিশন বেঞ্চে পেশ করতে হবে নির্বাচন কমিশনকে। তার উপরেই নির্ভর করছে আদালতের বাকি সিদ্ধান্ত। অতএব পঞ্চায়েত ভোটের ভবিষ্যত আরও একবার আইনি জটে। উল্লেখ্য, ভোট প্রক্রিয়া শুরু হওয়ার পর গোটা দেশে এই প্রথমবার একের বেশি সময় কমিশনের কাজে হস্তক্ষেপ করল হাইকোর্ট।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 01, 2018 9:05 PM IST