WB Panchayat Election 2023 | Suvendu Adhikari: নির্বাচন কমিশনারের নিয়োগ নিয়ে রাজ্যপালকে নিশানা! বিস্ফোরক অভিযোগ আনলেন শুভেন্দু
- Published by:Satabdi Adhikary
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
সূত্রের খবর, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত করতে হবে। কোনও রকম অশান্তি বরদাস্ত করা হবে না বলে কমিশনারকে সাফ জানিয়ে দেন রাজ্যপাল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোস শান্তিপূর্ণ নির্বাচন করার ব্যাপারে কড়া বার্তা দেন। পরবর্তী সময়ে দেখা যায় রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী ১৩ জুন সর্বদলীয় বৈঠক ডাকা হয়।
কলকাতা: পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই বিভিন্ন জায়গায় অশান্তির জন্য কার্যত রাজ্যপালকেই দায়ী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘‘রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহার নিয়োগে সবুজ সঙ্কেত দেওয়ার আগে আরও তাঁর ব্যাপারে তথ্য সংগ্রহ করা উচিত ছিল রাজ্যপালের। রাজীব সিনহাকে নিয়োগ করা ঠিক হয়নি রাজ্যপালের।’’ রবিবার হাওড়ায় একটি সভার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী।
এদিন শুভেন্দু বলেন, ‘‘এখন সংবাদমাধ্যমকে অনেক কিছু বলছেন রাজ্যপাল। কিন্তু তাঁর কথা এখন সরকার শুনবে না।’’ শুভেন্দু অধিকারী এও বলেন, ‘‘সরকারের কাছ থেকে রাজভবনে নতুন কমিশনার নিয়োগের ব্যাপারে তিনজনের নামের তালিকা গিয়েছিল।’’
সেই তিনজনের নামের তালিকা তুলে ধরে শুভেন্দু এদিন বলেন, ‘‘রাজীব সিনহাকে নিয়োগ করার আগে রাজ্যপালের উচিত ছিল গোয়েন্দা বিভাগ সহ বিভিন্ন মহল থেকে ওই তিনজনের ব্যাপারে বিশদে খোঁজখবর নেওয়া৷ তার পরই রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল তাঁর। তা না করে উনি মুখ্যমন্ত্রীর পছন্দের রাজীব সিনহার নামে সিলমোহর দিয়ে দিলেন।’’
advertisement
advertisement
আরও পড়ুন: গার্লস হস্টেল চত্বরের মধ্যেই দেদার চলত ‘এই’ কীর্তি…! মুম্বইয়ে ছাত্রীকে ধর্ষণ করে খুনে সামনে এল শিউরে ওঠা তথ্য
শনিবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বঙ্গ বিজেপির এক প্রতিনিধিদল রাজভবনে গিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করে দিকে দিকে অশান্তি সহ নানান ইস্যু নিয়ে সরব হয়। এর পরে পরেই দেখা যায় রাজ্যপালের তরফে কমিশনার রাজীব সিনহাকে রাজভবনে তলব করা হয়। রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে রাজ্যপালের বৈঠকে নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে সমস্ত ব্যবস্থা নিতে বলেন।
advertisement
সূত্রের খবর, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত করতে হবে। কোনও রকম অশান্তি বরদাস্ত করা হবে না বলে কমিশনারকে সাফ জানিয়ে দেন রাজ্যপাল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোস শান্তিপূর্ণ নির্বাচন করার ব্যাপারে কড়া বার্তা দেন। পরবর্তী সময়ে দেখা যায় রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী ১৩ জুন সর্বদলীয় বৈঠক ডাকা হয়।
advertisement
আরও পডুন: হস্টেলে ছাত্রীকে একা পেয়ে ধর্ষণ, তারপর গলায় ওড়না জড়িয়ে খুন, তারপরে কী করল সিকিওরিটি গার্ড? বীভৎস কাণ্ড
রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি সহ অন্যান্য বিরোধী শিবির যে সর্বদলীয় বৈঠক না ডেকেই কিভাবে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিল রাজ্য নির্বাচন কমিশন তা নিয়ে প্রশ্ন তুলেছিল। যদিও শুভেন্দু অধিকারী কমিশনের ডাকা সর্বদলীয় বৈঠকের ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, ‘‘আমরা গণতন্ত্র মেনে চলা দল। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই সর্বদলীয় বৈঠকে যাওয়া মানে ওয়েস্টেজ অফ টাইম।’’
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
June 12, 2023 9:17 AM IST