West Bengal Municipal Election Results Live Updates: সেঞ্চুরি পার তৃণমূলের, রাজ্যের ১০২ পুরসভায় বোর্ড গড়তে চলেছে TMC
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
West Bengal Municipal Polls LIVE Results: বুধবার ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনীতে চলছে ১০৮টি পুরসভার ভোট গণনা ৷
বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই চারটি পুরসভার দখল নিয়েছে তৃণমূল৷ বাকি ১০৪টি পুরসভার মধ্যে শেষ পর্যন্ত কতগুলি নিজেদের হাতে রাখতে পারবে বিরোধীরা? আজ পুরভোটের গণনায় সেটাই সবথেকে বড় প্রশ্ন৷ সকাল আটটা থেকে শুরু হবে ভোটগণনা৷ কলকাতা পুরসভা, চার পুরনিগমে তৃণমূলের একপেশে জয়ের পর পুরসভা ভোটেও সবুজ ঝড় ওঠা সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ বিরোধীরা অবশ্য ভোটগ্রহণের দিন রাজ্য জুড়েই শাসক দলের গা জোয়ারি ও অনিয়মের অভিযোগে সরব হয়েছে৷ গণনা শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ভোটের ফলের ছবিটা পরিষ্কার হয়ে যাবে৷ দিনহাটা, সাঁইথিয়া, সিউড়ি, বজবজ- এই চার পুরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে তৃণমূল৷ ত্রিস্তরীয় নিরাপত্তায় ভোট গণনা৷ গণনাকেন্দ্রের ২০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 02, 2022 6:58 AM IST