রাজ্যের ৭ পুরসভার ফলে নজর, কড়া নিরাপত্তায় আপাতত স্ট্রং রুমে বন্দি ইভিএমগুলি
Last Updated:
রাত পোহালেই সাত পুরসভা ভোটের ফল। গোটা রাজ্যের নজর পাহাড়ের চার পুরসভার দিকে।
#কলকাতা: রাত পোহালেই সাত পুরসভা ভোটের ফল। গোটা রাজ্যের নজর পাহাড়ের চার পুরসভার দিকে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং ও মিরিকে এই প্রথম চ্যালেঞ্জের মুখে গোর্খা জনমুক্তি মোর্চা। একইসঙ্গে ভোট গণনা রায়গঞ্জ, ডোমকল ও পূজালি পুরসভারও। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে চলছে গণনার প্রস্তুতি।
শুধু দার্জিলিং নয়, পাহাড়ের চার পুরসভা জুড়েই ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন কার দখলে যাবে এই পুরসভা । ভোটের ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী দু’পক্ষই ৷
বুধবার গণনা পুরসভা ভোটের। কড়া নিরাপত্তায় আপাতত স্ট্রং রুমে বন্দি ইভিএমগুলি।
advertisement
দার্জিলিং পুরসভায় মোট ওয়ার্ড ৩২
সেন্ট রবার্ট স্কুলে চলবে ভোট গণনা
১৬ টি টেবলে মোট ৬ রাউন্ডে গণনা চলবে
advertisement
কার্শিয়ং পুরসভায় মোট ওয়ার্ড ২০
বিডিও-য় চলবে ভোটগণনা
১০ টি টেবলে মোট ৬ রাউন্ডে গণনা হবে
কালিম্পং পুরসভায় মোট ওয়ার্ড ২৩
ভোটগণনা চলবে অতিথি গৃহে
৮ টেবলে মোট ৬ রাউন্ডে হবে গণনা
মিরিক পুরসভায় মোট ওয়ার্ড ৯
advertisement
মহকুমা শাসকের দফতরে চলবে ভোটগণনা
৮ টি টেবলে গণনা হবে ১ রাউন্ডেই
এছাড়া আরও তিনটি পুরসভার ফল ঘোষণা হতে চলেছে বুধবার।
রায়গঞ্জ পুরসভায় মোট ওয়ার্ড ২৭
রায়গঞ্জ পলিটেকনিক কলেজ হবে ভোটগণনা
২৮ টেবলে চলবে গণনার কাজ
ডোমকল পুরসভায় মোট ওয়ার্ড ২১
advertisement
গণনা হবে ডোমকল গার্লস হাইস্কুলে
পূজালি পুরসভায় মোট ওয়ার্ড ১৬
গণনা হবে স্থানীয় একটি ওল্ড হোমে
সাত পুরসভার ভোট অ্যাসিড টেস্ট। ফলে, সেদিকেই নজর গোটা রাজ্যের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 16, 2017 7:11 PM IST