West Bengal Governor: সোমে উত্তাল হয়েছিল বিধানসভা! মঙ্গলে বিধায়কদের বেতনবৃদ্ধি বিলে সাক্ষর রাজ্যপালের
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
West Bengal Governor: বিধায়কদের বেতন বাড়ানো বিল সাক্ষর করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দি ওয়েস্ট বেঙ্গল স্যালারিজ অ্যান্ড অ্যালাউওন্সেস সংশোধন বিল ২০২৩ নিয়ে সোমবার তুলকালাম হয় বিধানসভা
কলকাতা: বিধায়কদের বেতন বাড়ানো বিল সাক্ষর করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দি ওয়েস্ট বেঙ্গল স্যালারিজ অ্যান্ড অ্যালাউওন্সেস সংশোধন বিল ২০২৩ নিয়ে সোমবার তুলকালাম হয় বিধানসভা। এই বিলে বিধায়ক এবং মন্ত্রীদের বেতনবৃদ্ধির কথা উল্লেখ রয়েছে। কিন্তু এদিন এই বিল পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় পেশ করতে গেলেই তুমুল হট্টগোল শুরু হয় বিধানসভার অধিবেশনে। বিজেপি বিধায়করা প্রবল বিক্ষোভ দেখাতে থাকেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, রাজ্যপাল এই বিলে সাক্ষর করেননি। ফলে এই বিল অনুমোদিত নয়। তাহলে কীভাবে পেশ করা হচ্ছে।
বিজেপির দাবি অনুমোদন না থাকায় আলোচনা করা যাবে না। স্পিকারের চেয়ার পর্যন্ত ছেড়া কাগজ নিয়ে এগিয়ে যান শুভেন্দু। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন আগামী ৪ ডিসেম্বর এই বিল নিয়ে আলোচনা করতে হবে। পাল্টা বিজেপি স্লোগান তোলে, সমহারে ডিএ দিতে হবে। ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।
advertisement
advertisement
প্রসঙ্গত, সোমবারের এই অধিবেশন ছিল বিশেষ অধিবেশন। বিধায়কদের বেতন বৃদ্ধি নিয়েই আলোচনার জন্য এই অধিবেশন ডাকা হয়েছিল। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত অধিবেশনেই বিধায়কদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেন। কিন্তু রাজ্যপালের সাক্ষর না থাকায় সেই বিল নিয়ে প্রশ্ন তোলে বিজেপি। সোমবার উত্তাল হওয়ার পরে দেখা গেল মঙ্গলবার এই বিলে সাক্ষর করে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 17, 2023 4:10 PM IST