West Bengal news: দূরত্ব ঘুঁচল রাজ্য এবং রাজভবনের, বাজেট অধিবেশনের সূচনা করতে বিধানসভায় আসবেন রাজ্যপাল

Last Updated:

West Bengal news: আগামী ১০ তারিখ বসতে চলেছে বিধানসভার অধিবেশন। এবারের বাজেট অধিবেশন গত বারের থেকে কিছুটা হলেও আলাদা। এবার বাজেট অধিবেশনের আগে বিধানসভায় আসছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
কলকাতা: আগামী ১০ তারিখ বসতে চলেছে বিধানসভার অধিবেশন। এবারের বাজেট অধিবেশন গত বারের থেকে কিছুটা হলেও আলাদা। এবার বাজেট অধিবেশনের আগে বিধানসভায় আসছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
চিরাচরিত রীতি মেনে রাজ্যপালের ভাষণ দিয়েই এবার শুরু হবে অধিবেশন। বিধানসভার তরফে রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হচ্ছে। ১০ ফেব্রুয়ারি দুপুর দুটোয় শুরু হবে বিধানসভার অধিবেশন। গত বাজেট অধিবেশন রাজ্যপালের বক্তৃতা দিয়ে শুরু হয়নি। নানা ইস্যুতে রাজভবনের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল রাজ্য সরকারের। তাই চিরাচরিত প্রথা মানা যায়নি।
advertisement
advertisement
তবে এই বছর সেই দূরত্ব অনেকটা মিটেছে। এই প্রেক্ষাপটে রাজ্যপাল আসছেন বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনা করতে। প্রসঙ্গত, নব নির্বাচিত বিধায়কদের শপথে এর আগে বিধানসভায় এসেছিলেন রাজ্যপাল। তাঁর উপস্থিতিতেই শপথ হয় নব নির্বাচিত বিধায়কদের। এবার আবার বাজেট অধিবেশনে বিধানসভায় আসছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস।
advertisement
২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে চলতি অর্থবর্ষের বাজেট বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ১ ফেব্রুয়ারি সংসদে পেশ হবে দেশের বাজেট। তারপরেই রাজ্যের বিধানসভায় পেশ হবে বাজেট।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal news: দূরত্ব ঘুঁচল রাজ্য এবং রাজভবনের, বাজেট অধিবেশনের সূচনা করতে বিধানসভায় আসবেন রাজ্যপাল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement