SSC Recruitment case: চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের মাসিক ভাতা দেবে রাজ্য, কবে থেকে, কী ভাবে মিলবে ভাতা?

Last Updated:

SSC Recruitment case: চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের সামাজিক সুরক্ষা প্রকল্পে মাসে ২৫ ও ২০ হাজার টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, শুক্রবার সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি দিল রাজ্য।

চাকরিহারাদের ভাতা দেবে রাজ্য
চাকরিহারাদের ভাতা দেবে রাজ্য
কলকাতা: চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের সামাজিক সুরক্ষা প্রকল্পে মাসে ২৫ ও ২০ হাজার টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, শুক্রবার সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি দিল রাজ্য।
২০১৬ সালের প্যানেলে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি- যে কর্মীরা চাকরি হারিয়েছেন তারা ভাতা পাবেন। শ্রম দফতরের এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গ লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম, ২০২৫। তারই বিজ্ঞপ্তি জারি করা হল, এপ্রিল মাস থেকে ওই ভাতা কার্যকর করা হল।
advertisement
advertisement
বাংলার শিক্ষা পোর্টালে এই সামাজিক সুরক্ষা প্রকল্পের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এই পোটালে থাকা বিজ্ঞপ্তি নজরে আনতে হবে যাতে, তাদের বিদ্যালয়ে এই ধরনের কোনও চাকরিহারা শিক্ষাকর্মী থাকলে তারা আবেদন জানাতে পারেন।
advertisement
এই ধরনের গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীর নাম দফতরের কর্মীদের বেতনের তালিকায় থাকবে।  প্রধান শিক্ষককে এ ধরনের গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের সামাজিক সুরক্ষা প্রকল্পে আবেদন যাচাই করে যোগ্য বলে সার্টিফাই করতে হবে। তারপর জেলার স্কুল বিদ্যালয়ে পরিদর্শকের অফিসে জমা দিতে হবে। জেলা স্কুল পরিদর্শককেও তারপর তা যাচাই করে সার্টিফাই করতে হবে। জেলায় জেলায় এই নির্দেশিকা পাঠাল স্কুল শিক্ষা দফতর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Recruitment case: চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের মাসিক ভাতা দেবে রাজ্য, কবে থেকে, কী ভাবে মিলবে ভাতা?
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement