তিন দফা যাচাই, কী ভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা, স্পষ্ট নির্দেশ রাজ্যের

Last Updated:

সেই বৈঠকেই মুখ্য সচিব নির্দেশ দেন, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা ও প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রত্যেকটি গ্রাম ধরে ধরে একটি টিম তৈরি হবে।

#কলকাতা:  প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বাড়ি বণ্টনে কোনওরকম অনিয়ম বরদাস্ত নয়, শুক্রবার মুখ্য সচিব রাজ্যের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিলেন বিভিন্ন জেলাশাসক ও পুলিশ সুপারদের। এ দিন বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য সচিব।
সেই বৈঠকেই মুখ্য সচিব নির্দেশ দেন, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা ও প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রত্যেকটি গ্রাম ধরে ধরে একটি টিম তৈরি হবে। সেই টিমে আশা কর্মী ও আইসিডিএস-এর কর্মীরাও থাকবেন। তাঁরা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে যাচাই করবেন উপভোক্তা প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বাড়ি পাওয়ার যোগ্য কী, যোগ্য না।
পাশাপাশি থানার ওসি বা আইসিরা নির্দিষ্ট করে তদন্ত করে দেখবেন, যে তালিকা তৈরি হচ্ছে সেই তালিকায় আসল উপভোক্তাদের নাম রয়েছে কি না। সেই তালিকাকে আবার ‘ক্রস-চেক’ করতে হবে ম্যাজিস্ট্রেট বা জেলাশাসকদের। গোটা প্রক্রিয়াটি সাত দিনের মধ্যে শেষ করতে হবে। এ বার প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বাড়ি বন্টনের ক্ষেত্রে কড়া নিয়ম বেধে দিয়েছে নবান্ন।
advertisement
advertisement
আরও পড়ুন: গেরুয়া রাজনীতির সঙ্গে তফাৎ কী! 'সঠিক ইতিহাস' পড়াবে সিপিআইএম, শহরের ২৫ জায়গায় চলছে ক্লাস
এর পাশাপাশি প্রতিটি এসডিও অফিসে একটি করে কন্ট্রোল রুম থাকবে। মূলত এই কন্ট্রোল রুমের মাধ্যমে উপভোক্তা যাঁরা প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বাড়ি প্রাপকদের তালিকায় থাকবেন, তাঁদেরকে ফের যাচাই করা হবে। শুধু তাই নয়, প্রত্যেক বিডিও, এসডিও অফিসে অভিযোগ জানানোর জন্য নির্দিষ্ট ব্যবস্থা রাখতে হবে। এই মর্মে এ দিনের বৈঠকে নির্দেশ দেন রাজ্যের মুখ্য সচিব।
advertisement
সম্প্রতি প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৮২০০ কোটি টাকা কেন্দ্র থেকে পেয়েছে রাজ্য। পাশাপাশি প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় ও কেন্দ্রের থেকে টাকা পেয়েছে রাজ্য। কিন্তু টাকা দেওয়ার সঙ্গে কেন্দ্রের তরফে একাধিক শর্ত দেওয়া হয়েছে রাজ্যকে।
প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বাড়ি দেওয়ার ক্ষেত্রে একাধিক অনিয়ম এর আগে হয়েছে বলে অভিযোগ উঠেছে। কিন্তু সেই অভিযোগে আর পুনরাবৃত্তি চাইছে না নবান্নের শীর্ষ মহল। শুক্রবারের বৈঠকে কয়েক দফা নির্দেশ দিয়ে কার্যত স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হল, প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বাড়ি দেওয়ার ক্ষেত্রে এবার কড়াকড়ি করতে চাইছে নবান্নের শীর্ষ মহল। তার জন্যই এই দিনের বৈঠকে কয়েক দফা নির্দেশ দেওয়া হল বলেই মনে করা হচ্ছে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
তিন দফা যাচাই, কী ভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা, স্পষ্ট নির্দেশ রাজ্যের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement