West Bengal News: ডিজেলের পরিবর্তে CNG বাস, পরিবহণ ক্ষেত্রে আজ বড় ঘোষণা করতে পারে রাজ্য
- Published by:Suman Biswas
Last Updated:
West Bengal News: ডিজেলের পরিবর্তে সিএনজি পরিচালিত বাস। বেসরকারি বাস মালিকদের জন্যে আজ প্যাকেজ ঘোষণা করতে পারে রাজ্য।
#কলকাতা: ডিজেল একশো পেরিয়েছে৷ তবু সরকারি ভাবে এখনই বাড়ছে না বাস ভাড়া৷ পরিবর্তে বিকল্প জ্বালানির ব্যবস্থা করবে রাজ্য সরকার। ক্রমাগত বাড়ছে জ্বালানির দাম। রাজ্যের বক্তব্য, সিএনজিতে বাস চালানো হোক।বেসরকারি বাসের ডিজেল ইঞ্জিন বদলে দেওয়া হবে সিএনজিতে।রাজ্য সাহায্য করবে এই বিষয়ে বাস মালিকদের।বাস মালিকদের সহজে ঋণ দেওয়া হতে পারে।বিকল্প ব্যবস্থায় বেসরকারি বাস মালিকদের মিলতে পারে প্যাকেজ। আজ বিকেলে বেসরকারি বাস মালিকদের সাথে বৈঠকে এই প্যাকেজ ঘোষণা করতে পারে রাজ্য।
পরিবহণ বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী, ১ লিটার ডিজেলে বাস চলে ৯ কিমি। ১ কেজি সিএনজি'তে বাস যাবে ১৩ কিমি। ফলে দূষণ বিহীন ও অর্থনৈতিক ভাবে লাভজনক হতে চলেছে এই সিএনজি পরিচালিত বাস চলাচল। এ দিন বাস মালিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এমনই জানাতে পারে রাজ্য সরকার৷ পরিবহণমন্ত্রী আগেই জানিয়েছেন, বাস ভাড়া না বাড়িয়ে বিকল্প উপায়ে মালিকদের আয় বৃদ্ধির কথা ভেবেছে রাজ্য সরকার৷ ডিজেলের পরিবর্তে রাজ্যে চালু বেসরকারি বাসগুলিকে সিএনজি বা ব্যাটারি চালিত করার উদ্যোগও নেওয়া হবে বলে জানিয়েছন ফিরহাদ হাকিম৷
advertisement
advertisement
রাজ্য সরকার ভাড়া বৃদ্ধির কথা না বললেও প্রায় সব বেসরকারি বাস রুটেই মালিকরা নিজেদের মতো করে ভাড়া বাড়িয়ে নিয়েছেন ৷ যাত্রীদের থেকে ইচ্ছেমতো ভাড়াও নেওয়া হচ্ছে৷ পরিবহণমন্ত্রীর অবশ্য দাবি, তাঁর অনুরোধে সায় দিয়েছেন বাস মালিকরা৷ পরিবহণমন্ত্রী জানিয়েছেন, করোনা অতিমারি এবং পেট্রোল- ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষ এমনিতেই সমস্যার মধ্যে রয়েছেন৷
advertisement
এই অবস্থায় বাস ভাড়া বাড়ালে মানুষের সমস্যা আরও বাড়বে৷ ফিরহাদ হাকিম জানিয়েছেন, 'কেন্দ্র পেট্রোল-ডিজেলের দাম বাড়াবে আর পাল্লা দিয়ে বাস ভাড়া বাড়ানো হবে, এটা সমাধান হতে পারে না৷ তাই আমরা স্থায়ী সমাধানের কথা ভাবছি৷ সেই কারণেই বাস মালিকদের অনুরোধ করেছি তাঁরা যাতে আর কিছুদিন ধৈর্য ধরেন৷'পরিবহণ দফতর সূত্রে খবর, রাজ্যের বেসরকারি বাসগুলিকে সিএনজি অথবা ব্যাটারি চালিত করে তোলার জন্য পুণে থেকে একজন বিশেষজ্ঞকে নিয়ে আসা হচ্ছে৷ এর পাশাপাশি সিএনজি সরবরাহকারী সংস্থার সঙ্গেও কথা বলা হচ্ছে৷ পরিবহণমন্ত্রীর দাবি, রাজ্যের এই উদ্যোগ সফল হলে বাস ভাড়া নিয়ে সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব৷ আগামী বছরের মধ্যেই ডিজেল চালিত বাসগুলিকে সিএনজি বা ব্যাটারিচালিত করে তোলা যাবে বলেও আশাবাদী পরিবহণমন্ত্রী৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 17, 2021 1:56 PM IST