Ukraine Crisis: ইউক্রেনে আটক বাংলার কতজন বাসিন্দা? বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখছে রাজ্য
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এই মুহূর্তে ইউক্রেনের (Ukraine Crisis) আকাশপথ বন্ধ রয়েছে৷ ফলে এয়ার ইন্ডিয়ার বিমান ইউক্রেনে গিয়েও ভারতীয়দের না নিয়েই ফিরে এসেছে৷
#কলকাতা: ইউক্রেনে (Ukraine Crisis) পশ্চিমবঙ্গের কোনও বাসিন্দা আটকে আছেন কি না তা নিয়ে কেন্দ্রের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছে রাজ্য। ইতিমধ্যেই দিল্লিতে রাজ্যের রেসিডেন্ট কমিশনারের তরফে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে কোন বিবৃিত দেওয়া হলেও বিষয়টি নিয়ে ক্রমাগত যোগাযোগ রেখে চলছে দিল্লির রেসিডেন্ট কমিশনারের অফিস। ইতিমধ্যেই ইউক্রেনে নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গেও রাজ্যের তরফে দিল্লির রেসিডেন্ট কমিশনারের অফিস থেকে যোগাযোগ করা হয়েছে৷
advertisement
তবে রাজ্য সরকারের তরফে কোনও বিবৃতি জারি করা না হলেও ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইউক্রেনে বাঙালিদের আটকে থাকার খবর মিলেছে৷ উত্তর চব্বিশ পরগণার গোবরডাঙা, হাবড়া, পূর্ব মেদিনীপুরের মহিষাদল, নন্দকুমার, পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বেশ কয়েকজন পড়ুয়ার ইউক্রেনে আটকে থাকার খবর মিলেছে৷
advertisement
প্রসঙ্গত, গতকালই ইউক্রেন পরিস্থিতি নিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নয়াদিল্লি যে ইউক্রেনে আটক ভারতীয়দের নিরাপত্তা নিয়েও ুদ্বেগে রয়েছে, তা পুতিনকে জানিয়েছেন মোদি৷ ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনাকেই যে ভারত সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, তা স্পষ্ট করে দিয়েছেন নরেন্দ্র মোদি৷
advertisement
এই মুহূর্তে ইউক্রেনের আকাশপথ বন্ধ রয়েছে৷ ফলে এয়ার ইন্ডিয়ার বিমান ইউক্রেনে গিয়েও ভারতীয়দের না নিয়েই ফিরে এসেছে৷ অন্য কোনও পথে ভারতীয়দের ইউক্রেন থেকে বের করে ফিরিয়ে আনা যায় কি না, তা খতিয়ে দেখছে নয়াদিল্লি৷ ইউক্রেনে ডাক্তারি পাঠরত বহু ভারতীয় পড়ুয়া রয়েছে৷ তাঁদের নিরাপত্তা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্টকে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী৷ ইউক্রেনের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকেও সেদেশে আটকে থাকা ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 25, 2022 12:17 AM IST