Tuberculosis: ২০২৫ সালে টিবি মুক্ত বাংলা, যক্ষ্মা নিরাময়ে নয়া উদ্যোগ রাজ্য স্বাস্থ্য দফতরের

Last Updated:

‘২০২৫ সালে টিবি (Tuberculosis) মুক্ত বাংলা '- এই বার্তা দিয়ে রাজ্যের আটটি জেলাকে নিয়ে বিশেষ উদ্যোগ রাজ্য স্বাস্থ্য দফতরের (West Bengal Government)৷

West Bengal Goverment is working for a mission to eleminate tuberculosis
West Bengal Goverment is working for a mission to eleminate tuberculosis
#কলকাতা: ‘২০২৫ সালে টিবি (Tuberculosis) মুক্ত বাংলা '- এই বার্তা দিয়ে রাজ্যের আটটি জেলাকে নিয়ে বিশেষ উদ্যোগ রাজ্য স্বাস্থ্য দফতরের (West Bengal Government)৷  উত্তর ২৪ পরগনা, যার মধ্যে বসিরহাট স্বাস্থ্য জেলা, দক্ষিণ ২৪ পরগনা, যার মধ্যে ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলা, পুরুলিয়া, বীরভূম, হাওড়া, মুর্শিদাবাদ, মালদহ এবং বর্ধমান জেলাকে বিশেষভাবে নজরদারির আওতায় আনা হয়েছে৷
ইউনাইট টু অ্যাক্ট ( UNITE TO ACT) কমিউনিটি অ্যাকশন অফ এলিমিনেশন অফ টিবি  নামে এই বিশেষ কর্মসূচি -র মাধ্যমে কাজ করা হবে৷  এই ৮ টি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কাছে বার্তা দেওয়া হয়েছে যাতে দ্রুত এই জেলাগুলিতে যেখানে যেখানে টিবি (Tuberculosis) আক্রান্ত রোগীরা আছে তাদেরকে চিহ্নিত করা হয়৷ তারপর তাদের সামাজিক অর্থনৈতিক এবং অবশ্যই স্বাস্থ্যগত দিক খতিয়ে দেখতে হবে৷
advertisement
advertisement
যারা টিবি মুক্ত হয়েছে তাদেরকেই চ্যাম্পিয়ন হিসেবে চিহ্নিত করে তাদের দিয়ে অন্যান্য টিবি আক্রান্ত রোগীদেরকে সচেতন করা যায় এবং তাদেরকে সরকারি কর্মসূচি কর্মসূচির অন্তর্ভুক্ত করা যায়,সেই গোটা ব্যবস্থা দ্রুত করতে হবে৷
advertisement
Avijit Chanda
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tuberculosis: ২০২৫ সালে টিবি মুক্ত বাংলা, যক্ষ্মা নিরাময়ে নয়া উদ্যোগ রাজ্য স্বাস্থ্য দফতরের
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement