কলকাতাঃ বুধবার ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে উত্তরবঙ্গের পাঁচ জেলা। একটা বড় এলাকা জুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ১০০-র বেশি বিদ্যুতের খুঁটি উপড়ে যায়, তার ছিড়ে পড়ে বহু জায়গায়। ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ দিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলায় সমস্যায় পড়ে বহু ছাত্র-ছাত্রী। পরিস্থিতির দেখে দ্রুত মাঠে নামার সিদ্ধান্ত নেওয়া হয়। সরাসরি হস্তক্ষেপ করেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস।
বিদ্যুৎ আধিকারিক-সহ প্রায় ৩০০ কর্মী ততক্ষণে নেমে পড়েছেন মেরামতির কাজ করতে। যুদ্ধকালীন তৎপরতায় ঝাঁপিয়ে পড়ে বিদ্যুৎ কর্মীরা। অবশেষে কয়েক ঘন্টার চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক করতে সমর্থ হন তাঁরা। এত দ্রুত এইরকম সমস্যার সমাধান করা কার্যত অসম্ভব কে সম্ভব করা বলে মনে করেন বিদ্যুৎ মন্ত্রী। এই তৎপরতার জন্য প্রত্যেক আধিকারিক ও কর্মীকে শুভেচ্ছা জানান তিনি। একই সঙ্গে এই সাফল্যের জন্য পুরস্কৃত করারও প্রতিশ্রুতি দেন অরূপ বিশ্বাস।
আরও পড়ুনঃ আরও বাড়বে দুর্যোগ, ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টি, জানুন সর্বশেষ ওয়েদার আপডেট
আগামী ২০ তারিখ পর্যন্ত রাজ্যে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। সেই সময় যাতে কোনওরকম অসুবিধা না হয় তার জন্য বৃহস্পতিবার বিদ্যুৎ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। রাজ্যের আধিকারিকদের পাশাপাশি জেলায় যে আধিকারিক রা রয়েছে তাদের সঙ্গেও এ দিন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বৈঠক করেন তিনি।
মন্ত্রী জানান, "ঝড়ে পাঁচটি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যে এই সময়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় ঝাপিয়ে পড়ে। ভোর ৪টে পর্যন্ত কাজ করে পরিস্থিতি স্বাভাবিক করেছেন তাঁরা। এরজন্য তাঁদের অভিনন্দন। তবে এখানেই শেষ নয়।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২০ তারিখ পর্যন্ত এই রকম পরিস্থিতি থাকবে। তাই আমরাও প্রস্তুতি নিচ্ছি মোকাবিলা করার জন্য। রাজ্যের প্রত্যেক জেলার সাথে ভিডিও কনফারেন্স করে জানিয়ে দেওয়া হয়েছে প্রস্তুত থাকার জন্য। আগামী ২৮ তারিখ পর্যন্ত ছুটি বাতিল করা হয়েছে। একজন আধিকারিক যোগাযোগ রাখবেন আবহাওয়া দফতরের সঙ্গে।" বিদ্যুৎ দফতরের তরফে ইতিমধ্যেই একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে যার নম্বর ৮৯০০৭৯৩৫০৩ এবং ৮৯০০৭৯৩৫০৪।
UJJAL ROYনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।