West Bengal Covid Update: রাজ্যে একদিনে করোনার বলি ৫! গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল আক্রান্তের সংখ্যা, শীর্ষে কলকাতা

Last Updated:

West Bengal Covid Update: রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে ৭৪৩ জন কলকাতার। অর্থাৎ আগের দিনের তুলনায় অনেকটা বেড়েছে সংক্রমণ।

করোনার প্রবল দাপট
করোনার প্রবল দাপট
রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে ৭৪৩ জন কলকাতার। অর্থাৎ আগের দিনের তুলনায় অনেকটা বেড়েছে সংক্রমণ। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে এই জেলা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে কলকাতায় সংক্রমিত ৫৭৯ জন। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা এবং চতুর্থ স্থানে পূর্ব বর্ধমান। সেখানে সংক্রমিত যথাক্রমে ১৬৮ ও ১২৯ জন। ফলে রাজ্যের মোট করোনা সংক্রমিতের সংখ্যা ২০ লক্ষ ৫৬ হাজার ২৮৫ জন। এ রাজ্যে মারণ ভাইরাসের বলি হয়েছেন মোট ২১ হাজার ২৫১ জন।
advertisement
যদিও স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। রাজ্যে কোভিড (COVID-19) থেকে সুস্থ হয়েছেন ৯৮৩ জন। এখনও পর্যন্ত বাংলার ২০ লক্ষ ৯ হাজার ১৫৪ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৭.৭১ শতাংশ। অন্যদিকে, বর্তমানে রাজ্যের সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ল ২৫,৮৮০ জনে। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন ২৫,২৭০ জন। আর হাসপাতালে ভরতি ৬১০ জন করোনা আক্রান্ত।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Covid Update: রাজ্যে একদিনে করোনার বলি ৫! গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল আক্রান্তের সংখ্যা, শীর্ষে কলকাতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement