West Bengal Coronavirus Update: রাজ্যে করোনার নমুনা পরীক্ষা বাড়ল, কমল আক্রান্ত-সংক্রমণের হার, চিন্তায় রাখছে উত্তরবঙ্গের পরিস্থিতি
- Published by:Raima Chakraborty
Last Updated:
যদিও করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যায় সেই অর্থে লাগাম না পড়ায় চিন্তা রয়েই গেল (West Bengal Coronavirus Update)।
#কলকাতা: রাজ্যে করোনা আক্রান্ত এর সংখ্যা কমল। আশার আলো রাজ্যজুড়ে করোনা সংক্রমণের হার কমে যাওয়া (West Bengal Coronavirus Update)। যদিও করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যায় সেই অর্থে লাগাম না পড়ায় চিন্তা রয়েই গেল (West Bengal Coronavirus Update)। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ৯১৫৪ জন। উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘন্টায় রাজ্যে ৩৫ জনের মৃত্যু হয়েছে (West Bengal Coronavirus Update) । তবে করোনা সংক্রমনের হার বেশ কিছুটা কমেছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে১২.৫৮% সংক্রমণের হার
রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা অনেকটাই বেড়েছে। ৭২৭৩৮ জনের পরীক্ষা হয়েছে।
কলকাতায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩৭৫ জন, মৃত্যু ৪ জনের হয়েছে।
advertisement
উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত ১৩১৭ জন,মৃত্যু ৪ জনের। হাওড়ায় একদিনে ১১ জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে, গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৪৪ জন হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় করোনা আক্রান্ত ৬০৫ জন, মৃত্যু ২ জনের হয়েছে। হুগলিতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৩৪১ জন,মৃত্যু ২ জনের হয়েছে। দক্ষিণ বঙ্গের মধ্যে বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলা ভাবিয়ে তুলেছে স্বাস্থ্য দফতরকে।
advertisement
আরও পড়ুন: ২৩১০ শূন্যপদে নিয়োগ করতে চলেছে রাজ্য পুলিশ এবং প্রমোশন বোর্ড, জানুন
বীরভূমে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৭৫০ জন। রাজ্যের মধ্যে যেখানে করোনা আক্রান্তের সংখ্যা কমছে, সেখানে বীরভূমে কীভাবে এতটা করোনা আক্রান্তের সংখ্যা থাকছে তা নিয়ে যথেষ্ট চিন্তিত রাজ্য স্বাস্থ্য দফতর।পূর্ব বর্ধমানের আক্রান্ত ৪২১ জন, মৃত্যু ১ জনের। এছাড়াও নদিয়া জেলায় আক্রান্ত ৪১৪ জন, মৃত্যু ১ জনের, মুর্শিদাবাদ জেলায় আক্রান্ত ৩৩২ জন, পশ্চিম বর্ধমান জেলায় আক্রান্ত ৩৪৫ জন, মৃত্যু ১ জনের, বাঁকুড়া জেলার আক্রান্তের সংখ্যা বেশি ২৯১ জন।
advertisement
আরও পড়ুন: ৬৩৫টি শূন্য পদে অধ্যাপক নিয়োগ করবে দিল্লি বিশ্ববিদ্যালয়, জানুন বিস্তারিত
নতুন করে উত্তরবঙ্গ মাথাব্যথার কারণ হয়ে উঠেছে এই মুহূর্তে। দার্জিলিঙে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৫০৪ জন, মৃত্যু একধাক্কায় ৫ জনের,
মালদা জেলায় আক্রান্ত ৩৪৯ জন, মৃত্যু ১ জনের, জলপাইগুড়ি জেলায় করোনা আক্রান্ত ৩১০ জন, মৃত্যু ১ জনের। এমনকী আলিপুরদুয়ার জেলায় যেখানে একটা সময় রাজ্যের মধ্যে সবথেকে কম করোনা আক্রান্ত থাকতো, সেখানে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১৫৭ জন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 21, 2022 7:53 PM IST